নির্বাচন পেছানোর সুযোগ নেই : হানিফ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
নির্বাচন পেছানোর সুযোগ নেই : হানিফ
হা‌নিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। সেই হিসেবে আগামী ৭ জানুয়ারি ভোট হবে। সাধারণ দৃষ্টিতে এই নির্বাচন আর পেছানো বা পুনর্বিবেচনার সুযোগ নেই।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় কুষ্টিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, নির্বাচনকে আমরা কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাসী ও জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আমরা মনে করি, নির্বাচনে যত বেশি প্রার্থী হবে ততই নির্বাচনের আমেজ প্রস্ফুটিত হবে। এতে উৎসবের মাত্রা বৃদ্ধি পাবে। সেই হিসেবে একাধিক প্রার্থী থাকলে কোনো সমস্যা নেই। নির্বাচন উৎসবমুখর হোক, সেটাই তো আমরা চাই।

এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, সব রকম চেষ্টার পরও যদি কোনো দল নির্বাচনে না আসে, তবে এই নির্বাচনকে পক্ষপাতমূলক বলা যাবে না।

Daraz
এদিন কুষ্টিয়া-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হানিফ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন পেছানোর সুযোগ নেই : হানিফ

নির্বাচন পেছানোর সুযোগ নেই : হানিফ
হা‌নিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। সেই হিসেবে আগামী ৭ জানুয়ারি ভোট হবে। সাধারণ দৃষ্টিতে এই নির্বাচন আর পেছানো বা পুনর্বিবেচনার সুযোগ নেই।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় কুষ্টিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, নির্বাচনকে আমরা কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাসী ও জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আমরা মনে করি, নির্বাচনে যত বেশি প্রার্থী হবে ততই নির্বাচনের আমেজ প্রস্ফুটিত হবে। এতে উৎসবের মাত্রা বৃদ্ধি পাবে। সেই হিসেবে একাধিক প্রার্থী থাকলে কোনো সমস্যা নেই। নির্বাচন উৎসবমুখর হোক, সেটাই তো আমরা চাই।

এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, সব রকম চেষ্টার পরও যদি কোনো দল নির্বাচনে না আসে, তবে এই নির্বাচনকে পক্ষপাতমূলক বলা যাবে না।

Daraz
এদিন কুষ্টিয়া-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হানিফ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত