নির্বাচনি খরচ জোগাতে সিন্ডিকেটের হাতে বাজার ছেড়ে দিয়েছে সরকার: রিজভী

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
নির্বাচনি খরচ জোগাতে সিন্ডিকেটের হাতে বাজার ছেড়ে দিয়েছে সরকার: রিজভী
রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একতরফা পাতানো নির্বাচনি খরচ জোগাতে শেখ হাসিনা এবং তার মন্ত্রী-এমপি-নেতারা সিন্ডিকেটের হাতে ছেড়ে দিয়েছেন নিত্যপণ্যের বাজার। বাজারে চলছে আওয়ামী অলিগার্কদের (শাসকগোষ্ঠীর অংশ) ডাকাতি।

সোমবার (১১ ডিসেম্বর) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সরকার সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করে তাদের হাতে সব ছেড়ে দিয়ে নির্বাচনি ক্যারিক্যাচার নিয়ে উন্মাদের মতো আচরণ করছে। আসন ভাগাভাগি নিয়ে শ্যাম রাখি না কূল রাখি অবস্থা। তাদের সব শরিকরা চায় নৌকা। মুখে বলে অংশ গ্রহণমূলক নির্বাচন। দেশে পেঁয়াজ-রসুন-ডাল-চালের দাম নিয়ে চলছে নৈরাজ্য। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই।

কারাগারগুলো মৃত্যু উপত্যাকায় পরিণত হয়েছে অভিযোগ করে তিনি বলেন, দেশের ৬৮ টি কারাগার একেকটি টর্চার সেল। যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু আতঙ্কে থাকেন রাজনৈতিক বন্দিরা। সেখানে গায়েবি মিথ্যা মামলায় সুস্থ সবল বিরোধীদলের নেতাকর্মীদের ধরে নির্যাতন করে কারাগারে নিক্ষেপের পর লাশ বানিয়ে বের করা হচ্ছে। ঘরে বাইরে কোথাও নিরাপত্তা নেই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচনি খরচ জোগাতে সিন্ডিকেটের হাতে বাজার ছেড়ে দিয়েছে সরকার: রিজভী

নির্বাচনি খরচ জোগাতে সিন্ডিকেটের হাতে বাজার ছেড়ে দিয়েছে সরকার: রিজভী
রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একতরফা পাতানো নির্বাচনি খরচ জোগাতে শেখ হাসিনা এবং তার মন্ত্রী-এমপি-নেতারা সিন্ডিকেটের হাতে ছেড়ে দিয়েছেন নিত্যপণ্যের বাজার। বাজারে চলছে আওয়ামী অলিগার্কদের (শাসকগোষ্ঠীর অংশ) ডাকাতি।

সোমবার (১১ ডিসেম্বর) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সরকার সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করে তাদের হাতে সব ছেড়ে দিয়ে নির্বাচনি ক্যারিক্যাচার নিয়ে উন্মাদের মতো আচরণ করছে। আসন ভাগাভাগি নিয়ে শ্যাম রাখি না কূল রাখি অবস্থা। তাদের সব শরিকরা চায় নৌকা। মুখে বলে অংশ গ্রহণমূলক নির্বাচন। দেশে পেঁয়াজ-রসুন-ডাল-চালের দাম নিয়ে চলছে নৈরাজ্য। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই।

কারাগারগুলো মৃত্যু উপত্যাকায় পরিণত হয়েছে অভিযোগ করে তিনি বলেন, দেশের ৬৮ টি কারাগার একেকটি টর্চার সেল। যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু আতঙ্কে থাকেন রাজনৈতিক বন্দিরা। সেখানে গায়েবি মিথ্যা মামলায় সুস্থ সবল বিরোধীদলের নেতাকর্মীদের ধরে নির্যাতন করে কারাগারে নিক্ষেপের পর লাশ বানিয়ে বের করা হচ্ছে। ঘরে বাইরে কোথাও নিরাপত্তা নেই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত