লক্ষ্মীপুরের কমলনগরে তোরাবগন্জ ইউনিয়নে এক সময়ের খরস্রোত তুলাতুলি খাল অবৈধভাবে দখল করার পাঁয়তারা চলছে। এতে চরপাগলা, চরলরেন্স ও চরজাঙ্গালিয়া এলাকার হাজার হাজার একর ফসলি জমি হমকিতে পড়বে।
এছাড়া বর্ষামৌসুমে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হবে। এমন ঘটনায় এলাকাবাসীর মাঝে সমালোচনা দেখা দেয়।
স্হানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আবদুল হাসিম ব্রিকফিল্ডের লোকজন বিভিন্ন সময়ে সুযোগ বুঝে ইটের খোয়া দিয়ে খাল ভরাট করে। ইটগাটা মালিকের আচার আচরহের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
স্হানীয়রা আরো জানান, সরকারী লোকজন এসে দেখে চলে যান। মালিকানা জমি বা খাল এটা নির্ধারণ করলে বুঝা যেতো আসলি তিনি কি ভরাট করছেন।
এবিষয় আবদুল গণি মাঝি দম্ভক্তির করে এ প্রতিবদককে জানান, সরকারী খাল অনেক দূরে। এখানে কোন খাল নাই।
কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস জানান, সরকারী খাল দেখার জন্য সরজমিনে লোক পাঠানো হয়েছে।