তিন আসন থেকে নির্বাচনে লড়বেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
তিন আসন থেকে নির্বাচনে লড়বেন ইমরান খান
ইমরান খান

কারাবন্দী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অন্তত তিনটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলটির বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এ তথ্য জানিয়েছেন। খবর জিয়ো নিউজের।

তিনি বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের দাবি নির্বাচন কমিশনারের পদত্যাগ নয়, আমরা বারবার বলছি কিন্তু তারা আমাদের সম্মেলন করতে দিচ্ছে না। ২৫ কোটি মানুষের অধিকার হরণ হলে প্রধান বিচারপতিকে তার ভূমিকা পালন করতে হবে।

ব্যারিস্টার গোহর খান আরও বলেন, নওয়াজ শরীফ আম্পায়ার নিয়ে খেলেন, এবার আমাদের প্রার্থীদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। আমাদের লোকজনের কাছ থেকে মনোনয়নপত্র কেড়ে নেওয়া হচ্ছে। আদিয়ালা কারাগারে শাহ মাহমুদের সেক্রেটারি থেকে তার মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তিন আসন থেকে নির্বাচনে লড়বেন ইমরান খান

তিন আসন থেকে নির্বাচনে লড়বেন ইমরান খান
ইমরান খান

কারাবন্দী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অন্তত তিনটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলটির বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এ তথ্য জানিয়েছেন। খবর জিয়ো নিউজের।

তিনি বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের দাবি নির্বাচন কমিশনারের পদত্যাগ নয়, আমরা বারবার বলছি কিন্তু তারা আমাদের সম্মেলন করতে দিচ্ছে না। ২৫ কোটি মানুষের অধিকার হরণ হলে প্রধান বিচারপতিকে তার ভূমিকা পালন করতে হবে।

ব্যারিস্টার গোহর খান আরও বলেন, নওয়াজ শরীফ আম্পায়ার নিয়ে খেলেন, এবার আমাদের প্রার্থীদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। আমাদের লোকজনের কাছ থেকে মনোনয়নপত্র কেড়ে নেওয়া হচ্ছে। আদিয়ালা কারাগারে শাহ মাহমুদের সেক্রেটারি থেকে তার মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত