অনেকে টাকার জন্য নাশকতা করছে : ডিবি প্রধান

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
অনেকে টাকার জন্য নাশকতা করছে : ডিবি প্রধান
ফাইল ছবি

যারা ট্রেনে আগুন দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন তিনি। এসময় ডিবি প্রধান বলেন, ইতোমধ্যেই কয়েকজনের নাম পেয়েছে গোয়েন্দা পুলিশ। তাদের ধরতে অভিযান চলছে।

অনেকেই টাকার জন্য নাশকতা করছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেসে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে চারজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বিমানবন্দর স্টেশন ছাড়ার কিছু সময় পর তারা আগুন দেখতে পান। পরে তেজগাঁও স্টেশনে ট্রেন থামিয়ে আগুন নেভানো হয়।

মঙ্গলবারই গৃহবধূ নাদিরা আক্তার পপি ও তাঁর তিন বছরের ছেলে ইয়াসিন আরাফাতের লাশ শনাক্ত করেন স্বজনরা। মারা যাওয়া অপর দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের একজন নেত্রকোনার ব্যবসায়ী রশিদ ঢালী (৬০), অপরজন পোশাক শ্রমিক খোকন মিয়া (৩৫)। গতকাল বুধবার তাদের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অনেকে টাকার জন্য নাশকতা করছে : ডিবি প্রধান

অনেকে টাকার জন্য নাশকতা করছে : ডিবি প্রধান
ফাইল ছবি

যারা ট্রেনে আগুন দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন তিনি। এসময় ডিবি প্রধান বলেন, ইতোমধ্যেই কয়েকজনের নাম পেয়েছে গোয়েন্দা পুলিশ। তাদের ধরতে অভিযান চলছে।

অনেকেই টাকার জন্য নাশকতা করছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেসে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে চারজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বিমানবন্দর স্টেশন ছাড়ার কিছু সময় পর তারা আগুন দেখতে পান। পরে তেজগাঁও স্টেশনে ট্রেন থামিয়ে আগুন নেভানো হয়।

মঙ্গলবারই গৃহবধূ নাদিরা আক্তার পপি ও তাঁর তিন বছরের ছেলে ইয়াসিন আরাফাতের লাশ শনাক্ত করেন স্বজনরা। মারা যাওয়া অপর দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের একজন নেত্রকোনার ব্যবসায়ী রশিদ ঢালী (৬০), অপরজন পোশাক শ্রমিক খোকন মিয়া (৩৫)। গতকাল বুধবার তাদের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত