চাঁদে মানুষ পাঠাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
চাঁদে মানুষ পাঠাবে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

চাঁদে আন্তর্জাতিক মহাকাশচারী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ ঘোষণা দেন। বুধবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের ন্যাশনাল স্পেস কাউন্সিলের এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন।

বৈঠকটিতে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানও উপস্থিত ছিলেন। কমলা হ্যারিস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসাবে আন্তর্জাতিক মহাকাশচারী চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন। সিএনএন।

প্রতিটি পরিকল্পিত আর্টেমিস চাঁদ-অবতরণ মিশনে চারজন নভোচারীর জন্য জায়গা থাকবে। তবে প্রত্যেক নভোচারী চাঁদে হাঁটবেন না।

প্রতি মিশনে মাত্র দুজন মহাকাশচারী চাঁদের পৃষ্ঠে নামবেন। আর বাকি দুজন শুধু ওরিয়ন মহাকাশযান বা গেটওয়ে নামক একটি ছোট মহাকাশ স্টেশনে থেকে চাঁদকে প্রদক্ষিণ করবেন।

এর আগেও যুক্তরাষ্ট্র আর্টেমিস মিশনে চাঁদের চারপাশে আন্তর্জাতিক মহাকাশচারীদের উড্ডয়ন করার প্রতিশ্রুতি দিয়েছিল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চাঁদে মানুষ পাঠাবে যুক্তরাষ্ট্র

চাঁদে মানুষ পাঠাবে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

চাঁদে আন্তর্জাতিক মহাকাশচারী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ ঘোষণা দেন। বুধবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের ন্যাশনাল স্পেস কাউন্সিলের এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন।

বৈঠকটিতে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানও উপস্থিত ছিলেন। কমলা হ্যারিস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসাবে আন্তর্জাতিক মহাকাশচারী চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন। সিএনএন।

প্রতিটি পরিকল্পিত আর্টেমিস চাঁদ-অবতরণ মিশনে চারজন নভোচারীর জন্য জায়গা থাকবে। তবে প্রত্যেক নভোচারী চাঁদে হাঁটবেন না।

প্রতি মিশনে মাত্র দুজন মহাকাশচারী চাঁদের পৃষ্ঠে নামবেন। আর বাকি দুজন শুধু ওরিয়ন মহাকাশযান বা গেটওয়ে নামক একটি ছোট মহাকাশ স্টেশনে থেকে চাঁদকে প্রদক্ষিণ করবেন।

এর আগেও যুক্তরাষ্ট্র আর্টেমিস মিশনে চাঁদের চারপাশে আন্তর্জাতিক মহাকাশচারীদের উড্ডয়ন করার প্রতিশ্রুতি দিয়েছিল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত