ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রুশ গোলাবর্ষণ ও ড্রোন হামলায় চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ৯ জন।
খেরসনের গভর্নর ওলেকসান্ডার প্রোকুদিন শনিবার জানিয়েছেন, খেরসন শহরের দক্ষিণ-পূর্বে স্ট্যানিস্লাভ শহরে ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এরপর তিনি আরও তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সকালে প্রোকুদিন টেলিগ্রামে লিখেছেন, একটি আবাসিক ভবনে রুশ আর্টিলারি শেল আঘাত হানায় ৮০ বছর বয়সি এক দম্পতি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ পরিষ্কারের পর মধ্য খেরসনে এক মৃত ব্যক্তির লাশ পাওয়া গেছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
কিয়েভ ইন্ডিপেনডেন্টের মতে, গত একদিনে ওই অঞ্চলে ৮৮ বার হামলা হয়েছে।