করোনা মহামারিতে চিকিৎসকরা গবেষণাও করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
করোনা মহামারিতে চিকিৎসকরা গবেষণাও করেছেন: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে গবেষণার মতো বুদ্ধিবৃত্তিক কার্যক্রমেও আমাদের সফল হতে হবে। করোনা মহামারির সময়ে আমাদের চিকিৎসকরা জীবনবাজি রেখে শুধু চিকিৎসাসেবাই দেননি, পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণাও করেছেন।

সোমবার মানিকগঞ্জে ‘কোভিড-১৯ বিষয়ক ১০০টির অধিক গবেষণাপত্র সংবলিত 100 plus COVID-19 Researches’- শীর্ষক সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চিকিৎসকদের গবেষণাকর্মে আরও বেশি সময় দেওয়ার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষকরা এসব গবেষণাকর্ম করেন যেগুলো ল্যানসেট, প্লজ ওয়ানসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গবেষণা সংকলনটির সম্পাদক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. আব্দুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সামিউল ইসলাম সাদী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মুনিরুজ্জামান সিদ্দিকী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন এবং অন্যান্য গবেষক।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

করোনা মহামারিতে চিকিৎসকরা গবেষণাও করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

করোনা মহামারিতে চিকিৎসকরা গবেষণাও করেছেন: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে গবেষণার মতো বুদ্ধিবৃত্তিক কার্যক্রমেও আমাদের সফল হতে হবে। করোনা মহামারির সময়ে আমাদের চিকিৎসকরা জীবনবাজি রেখে শুধু চিকিৎসাসেবাই দেননি, পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণাও করেছেন।

সোমবার মানিকগঞ্জে ‘কোভিড-১৯ বিষয়ক ১০০টির অধিক গবেষণাপত্র সংবলিত 100 plus COVID-19 Researches’- শীর্ষক সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চিকিৎসকদের গবেষণাকর্মে আরও বেশি সময় দেওয়ার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষকরা এসব গবেষণাকর্ম করেন যেগুলো ল্যানসেট, প্লজ ওয়ানসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গবেষণা সংকলনটির সম্পাদক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. আব্দুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সামিউল ইসলাম সাদী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মুনিরুজ্জামান সিদ্দিকী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন এবং অন্যান্য গবেষক।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত