‘ধুম ৪’-এ শাহরুখের অভিনয়ের খবর কতটা সত্যি

বিনোদন ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
‘ধুম ৪’-এ শাহরুখের অভিনয়ের খবর কতটা সত্যি
ছবি: সংগৃহীত

সেই কবে ২০১৩ সালে মুক্তি পেয়েছে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। ইদানীং বলিউডে অ্যাকশন-থ্রিলার সিনেমার রমরমা, তাই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্তই ‘ধুম ৪’ দেখার আবদার করেছেন। এর মধ্যে নতুন গুজব ছড়িয়ে পড়ে, ‘ধুম ৪’-এ অভিনয় করছেন শাহরুখ খান। সত্যিই কি হিট এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে দেখা যাবে নায়ককে? ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে তা জেনে নেওয়া যাক।

শুক্রবার সকাল থেকে ‘ধুম ৪’-এ শাহরুখের অভিনয়ের খবর ছড়িয়ে পড়ে। তবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, খবরটি সঠিক নয়। আদতে সিনেমাটিতে অভিনয়ের জন্য শাহরুখ খানকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, ‘ধুম ৪’-এ শাহরুখের অভিনয়ের খবরের কোনো ভিত্তি নেই। সিনেমাটির কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি।
জানা গেছে, ১০ বছর বিরতির পর ‘ধুম ৪’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ছবিটির সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে আছে।

এর আগে সিনেমাটিতে দক্ষিণি তারকা রাম চরণের অভিনয়ের খবর শোনা গিয়েছিল।

২০০৪ সালে মুক্তি পেয়েছিল ‘ধুম’, এরপর ২০০৬ সালে আসে ‘ধুম ২’। প্রথম দুই কিস্তির মতো দ্বিতীয়টি সেভাবে সমাদৃত হয়নি। আলোচিত এই সিনেমা সিরিজে দেখা গেছে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খান, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফের মতো তারকাদের। এ ছাড়া পুলিশ চরিত্রে ছিলেন অভিষেক বচ্চন ও উদয় চোপড়া।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

‘ধুম ৪’-এ শাহরুখের অভিনয়ের খবর কতটা সত্যি

‘ধুম ৪’-এ শাহরুখের অভিনয়ের খবর কতটা সত্যি
ছবি: সংগৃহীত

সেই কবে ২০১৩ সালে মুক্তি পেয়েছে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। ইদানীং বলিউডে অ্যাকশন-থ্রিলার সিনেমার রমরমা, তাই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্তই ‘ধুম ৪’ দেখার আবদার করেছেন। এর মধ্যে নতুন গুজব ছড়িয়ে পড়ে, ‘ধুম ৪’-এ অভিনয় করছেন শাহরুখ খান। সত্যিই কি হিট এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে দেখা যাবে নায়ককে? ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে তা জেনে নেওয়া যাক।

শুক্রবার সকাল থেকে ‘ধুম ৪’-এ শাহরুখের অভিনয়ের খবর ছড়িয়ে পড়ে। তবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, খবরটি সঠিক নয়। আদতে সিনেমাটিতে অভিনয়ের জন্য শাহরুখ খানকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, ‘ধুম ৪’-এ শাহরুখের অভিনয়ের খবরের কোনো ভিত্তি নেই। সিনেমাটির কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি।
জানা গেছে, ১০ বছর বিরতির পর ‘ধুম ৪’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ছবিটির সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে আছে।

এর আগে সিনেমাটিতে দক্ষিণি তারকা রাম চরণের অভিনয়ের খবর শোনা গিয়েছিল।

২০০৪ সালে মুক্তি পেয়েছিল ‘ধুম’, এরপর ২০০৬ সালে আসে ‘ধুম ২’। প্রথম দুই কিস্তির মতো দ্বিতীয়টি সেভাবে সমাদৃত হয়নি। আলোচিত এই সিনেমা সিরিজে দেখা গেছে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খান, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফের মতো তারকাদের। এ ছাড়া পুলিশ চরিত্রে ছিলেন অভিষেক বচ্চন ও উদয় চোপড়া।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত