কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলের কাছে দ্বিতীয় দফায় অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এবার পৌনে ১৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করা হচ্ছে। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গতকাল শুক্রবার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির তথ্য জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন মার্কিন কংগ্রেসকে বলেছেন, এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় ইসরায়েলকে জরুরি ভিত্তিতে অস্ত্র সরঞ্জাম দেওয়া হচ্ছে। এবার ইসরায়েলের কাছে ১৪ কোটি ৭৫ হাজার ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ইসরায়েলের সুরক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্যই হুমকি মোকাবিলায় ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

এবারের সামরিক প্যাকেজের মধ্যে ট্যাংকের গোলা বানানোর সরঞ্জাম রয়েছে। চলতি মাসের শুরুতে ইসরায়েলের কাছে ট্যাংকের ১৩ হাজার গোলা বিক্রি করে যুক্তরাষ্ট্র। যার মূল্য ছিল ১০ কোটি ৬০ লাখ ডলার।

কংগ্রেসকে এড়িয়ে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অনেকটা বিরল ঘটনা। যদিও এর আগে চারবার এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে ঘটেছে। সাধারণত কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটি এ ধরনের অনুরোধ পেলে ২০ দিন সময়ের মধ্যে পর্যালোচনা করে সিদ্ধান্ত দিয়ে থাকে। কমিটি প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখে, কোনো কিছু জানার থাকলে তথ্য চেয়ে নেয়। কখনো কখনো কংগ্রেস কমিটি প্রস্তাবের সমালোচনা করে থাকে কিংবা অস্ত্র বিক্রির অনুমোদন না-ও দিতে পারে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলের কাছে দ্বিতীয় দফায় অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এবার পৌনে ১৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করা হচ্ছে। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গতকাল শুক্রবার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির তথ্য জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন মার্কিন কংগ্রেসকে বলেছেন, এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় ইসরায়েলকে জরুরি ভিত্তিতে অস্ত্র সরঞ্জাম দেওয়া হচ্ছে। এবার ইসরায়েলের কাছে ১৪ কোটি ৭৫ হাজার ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ইসরায়েলের সুরক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্যই হুমকি মোকাবিলায় ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

এবারের সামরিক প্যাকেজের মধ্যে ট্যাংকের গোলা বানানোর সরঞ্জাম রয়েছে। চলতি মাসের শুরুতে ইসরায়েলের কাছে ট্যাংকের ১৩ হাজার গোলা বিক্রি করে যুক্তরাষ্ট্র। যার মূল্য ছিল ১০ কোটি ৬০ লাখ ডলার।

কংগ্রেসকে এড়িয়ে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অনেকটা বিরল ঘটনা। যদিও এর আগে চারবার এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে ঘটেছে। সাধারণত কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটি এ ধরনের অনুরোধ পেলে ২০ দিন সময়ের মধ্যে পর্যালোচনা করে সিদ্ধান্ত দিয়ে থাকে। কমিটি প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখে, কোনো কিছু জানার থাকলে তথ্য চেয়ে নেয়। কখনো কখনো কংগ্রেস কমিটি প্রস্তাবের সমালোচনা করে থাকে কিংবা অস্ত্র বিক্রির অনুমোদন না-ও দিতে পারে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত