জাহাঙ্গীরের নেতৃত্বে গাজীপুরে ভোট কেনার অপচেষ্টা হচ্ছে: প্রতিমন্ত্রী রাসেল

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
জাহাঙ্গীরের নেতৃত্বে গাজীপুরে ভোট কেনার অপচেষ্টা হচ্ছে: প্রতিমন্ত্রী রাসেল
ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, গাজীপুর-২ আসনে নৌকার পক্ষে আজ যে গণজোয়ার শুরু হয়েছে, তা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত ধরে রাখতে হবে। এ গণজাগরণ ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

তিনি বলেন, আজকে গাজীপুরে ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্নভাবে চক্রান্ত হচ্ছে, টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা হচ্ছে। এ ধরনের অন্যায় ও জুলুম সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হচ্ছে।

জাহাঙ্গীরের উদ্দেশে প্রতিমন্ত্রী রাসেল বলেন, আজকে তিনি একজন স্বতন্ত্র প্রার্থীকে ভোটে দাঁড় করিয়েছেন। যিনি (আলিম উদ্দিন বুদ্দিন) নিজেই ভূমিদস্যুতা, মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত। তিনিই নাকি আবার সমাজকে মাদক-সন্ত্রাসমুক্ত করবেন, যা হাস্যকর।

রাসেল বলেন, আমি চাই এ ধরনের খারাপ মানুষের হাত থেকে গাজীপুর-২ আসনকে মুক্ত করতে। সেজন্য ৭ জানুয়ারি নৌকায় ভোট দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই।

রোববার বিকালে টঙ্গী সাতাইশ রাজনগর এলাকায় মায়ের দোয়া রিয়েল এস্টেট মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় দেশের বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গাজীপুরের সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষ নিয়েছেন। তার নির্বাচনি প্রচারে মুখ্য ভূমিকা রাখছেন জাহাঙ্গীর। গাজীপুর-১ ও গাজীপুর-৫ আসনেও নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করছেন জাহাঙ্গীর। ওই দুই আসনে নৌকার প্রার্থী যথাক্রমে মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাহাঙ্গীরের নেতৃত্বে গাজীপুরে ভোট কেনার অপচেষ্টা হচ্ছে: প্রতিমন্ত্রী রাসেল

জাহাঙ্গীরের নেতৃত্বে গাজীপুরে ভোট কেনার অপচেষ্টা হচ্ছে: প্রতিমন্ত্রী রাসেল
ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, গাজীপুর-২ আসনে নৌকার পক্ষে আজ যে গণজোয়ার শুরু হয়েছে, তা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত ধরে রাখতে হবে। এ গণজাগরণ ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

তিনি বলেন, আজকে গাজীপুরে ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্নভাবে চক্রান্ত হচ্ছে, টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা হচ্ছে। এ ধরনের অন্যায় ও জুলুম সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হচ্ছে।

জাহাঙ্গীরের উদ্দেশে প্রতিমন্ত্রী রাসেল বলেন, আজকে তিনি একজন স্বতন্ত্র প্রার্থীকে ভোটে দাঁড় করিয়েছেন। যিনি (আলিম উদ্দিন বুদ্দিন) নিজেই ভূমিদস্যুতা, মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত। তিনিই নাকি আবার সমাজকে মাদক-সন্ত্রাসমুক্ত করবেন, যা হাস্যকর।

রাসেল বলেন, আমি চাই এ ধরনের খারাপ মানুষের হাত থেকে গাজীপুর-২ আসনকে মুক্ত করতে। সেজন্য ৭ জানুয়ারি নৌকায় ভোট দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই।

রোববার বিকালে টঙ্গী সাতাইশ রাজনগর এলাকায় মায়ের দোয়া রিয়েল এস্টেট মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় দেশের বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গাজীপুরের সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষ নিয়েছেন। তার নির্বাচনি প্রচারে মুখ্য ভূমিকা রাখছেন জাহাঙ্গীর। গাজীপুর-১ ও গাজীপুর-৫ আসনেও নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করছেন জাহাঙ্গীর। ওই দুই আসনে নৌকার প্রার্থী যথাক্রমে মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত