আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস বিষয়টি জানিয়েছেন।
একই কেন্দ্রে শেখ হাসিনা ছাড়াও তার ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও ভোট দেবেন।
এই কেন্দ্রটি ঢাকা-১০ আসনে পড়েছে। সেখানে আওয়ামী লীগ প্রার্থী করেছে চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে। সেখানে তার আরও চার জন প্রতিদ্বন্দ্বী আছে।
গত ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ওই দিন দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সদরের ভোটার।
১৯৮৬ সাল থেকে শেখ হাসিনা দেশের অন্য যে কোনো আসনের পাশাপাশি গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া) আসনেও প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। অতীতে তিনি একাধিক আসন থেকে ভোটে অংশ নিলেও গত দুটি নির্বাচনে একটি মাত্র আসনে অংশ নিচ্ছেন। এবারও তিনি সেখানকারই প্রার্থী।