নড়াইলে নিজ কেন্দ্রে ভোট দিলেন মাশরাফি

এস এম শরিফুল ইসলাম জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইলে নিজ কেন্দ্রে ভোট দিলেন মাশরাফি

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা ভোট দিয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নড়াইল সরকারি টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন মাশরাফি।

এ সময় মাশরাফি বলেন, ভোট ভালো হচ্ছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসছে, খুব ভালো লাগছে। জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী তিনি। এবার মহিলা- পুরুষ ও মুরব্বিরাও সবাই আসছে ভোট দিতে। ঠান্ডার সময় যাদের একটু শরীর খারাপ তারা নাও আসতে পারতো। কিন্তু আমি দেখছি মুরব্বিরাও এসে ভোট দিচ্ছে। সকাল ৮টা থেকে উনারা লাইনে দাড়িয়ে আছে দেখে খুব ভালো লাগছে। যারা এখনও আসেনি তারা হয়ত ১টা থেকে ২টার মধ্যে চলে আসবে।

নড়াইল-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এই আসনে কেন্দ্র সংখ্যা ১৪৭ এবং বুথ সংখ্যা ৮১১।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নড়াইলে নিজ কেন্দ্রে ভোট দিলেন মাশরাফি

নড়াইলে নিজ কেন্দ্রে ভোট দিলেন মাশরাফি

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা ভোট দিয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নড়াইল সরকারি টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন মাশরাফি।

এ সময় মাশরাফি বলেন, ভোট ভালো হচ্ছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসছে, খুব ভালো লাগছে। জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী তিনি। এবার মহিলা- পুরুষ ও মুরব্বিরাও সবাই আসছে ভোট দিতে। ঠান্ডার সময় যাদের একটু শরীর খারাপ তারা নাও আসতে পারতো। কিন্তু আমি দেখছি মুরব্বিরাও এসে ভোট দিচ্ছে। সকাল ৮টা থেকে উনারা লাইনে দাড়িয়ে আছে দেখে খুব ভালো লাগছে। যারা এখনও আসেনি তারা হয়ত ১টা থেকে ২টার মধ্যে চলে আসবে।

নড়াইল-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এই আসনে কেন্দ্র সংখ্যা ১৪৭ এবং বুথ সংখ্যা ৮১১।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত