যুক্তরাজ্যে ‘ইশা’র আঘাত

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
যুক্তরাজ্যে ‘ইশা’র আঘাত
ছবি: সংগৃহীত

শক্তিশালী ঝড় ‘ঈশা’র কবলে পড়েছে যুক্তরাজ্য। ভারী বৃষ্টিপাতের সঙ্গে বইছে প্রবল বাতাস। বাতাসের গতিবেগ কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৯৯ মাইল পর্যন্ত উঠছে।

উত্তর আয়ারল্যান্ড, উত্তর-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলসসহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোয় বিদ্যুৎ নেই। ফলে হাজার হাজার মানুষকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ ঝড়ের কারণে সেলাফিল্ড পারমাণবিক কেন্দ্রের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। যদিও কর্তৃপক্ষ বলেছে, সেখানকার কর্মীদের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই।

ইশার প্রভাবে গতকাল রোববার স্কটল্যান্ডের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া ইংল্যান্ডের কিছু স্থানেও গণপরিবহন বন্ধ হয়ে যায়। উড়োহাজাজের অনেক ফ্লাইট বাতিল করা হয়, অনেকগুলো দেরি হয়। এতে করে পরিবহন পরিষেবায় বড় ধরনের ব্যাঘাত ঘটে।

উত্তর স্কটল্যান্ডের কিছু অংশে বিরল ‘লাল সতর্কতা’ দিয়েছিল আবহাওয়া দপ্তর। এরপর ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে শক্তিশালী ঝোড়ো বাতাসের জন্য ‘অ্যাম্বার সতর্কতা’ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ অব্যাহত রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরের পর ঈশা নবম ঝড়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

যুক্তরাজ্যে ‘ইশা’র আঘাত

যুক্তরাজ্যে ‘ইশা’র আঘাত
ছবি: সংগৃহীত

শক্তিশালী ঝড় ‘ঈশা’র কবলে পড়েছে যুক্তরাজ্য। ভারী বৃষ্টিপাতের সঙ্গে বইছে প্রবল বাতাস। বাতাসের গতিবেগ কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৯৯ মাইল পর্যন্ত উঠছে।

উত্তর আয়ারল্যান্ড, উত্তর-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলসসহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোয় বিদ্যুৎ নেই। ফলে হাজার হাজার মানুষকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ ঝড়ের কারণে সেলাফিল্ড পারমাণবিক কেন্দ্রের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। যদিও কর্তৃপক্ষ বলেছে, সেখানকার কর্মীদের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই।

ইশার প্রভাবে গতকাল রোববার স্কটল্যান্ডের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া ইংল্যান্ডের কিছু স্থানেও গণপরিবহন বন্ধ হয়ে যায়। উড়োহাজাজের অনেক ফ্লাইট বাতিল করা হয়, অনেকগুলো দেরি হয়। এতে করে পরিবহন পরিষেবায় বড় ধরনের ব্যাঘাত ঘটে।

উত্তর স্কটল্যান্ডের কিছু অংশে বিরল ‘লাল সতর্কতা’ দিয়েছিল আবহাওয়া দপ্তর। এরপর ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে শক্তিশালী ঝোড়ো বাতাসের জন্য ‘অ্যাম্বার সতর্কতা’ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ অব্যাহত রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরের পর ঈশা নবম ঝড়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত