মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল এর সাথে মহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক আইনজীবী সহকারী নিহত হয়েছে। নেছার উদ্দিন নামে আইনজীবী সহকারী এ দুর্ঘটনায় রবিবার (২৮ জানুয়ারি) সকালে নিহত হন। সে কালকিনি উপজেলার মিনাজদী গ্রামের বাসিন্দা।
এ বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান।
পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার নেছার উদ্দিন নামে এক ব্যক্তি কালকিনি উপজেলা সদর থেকে মাদারীপুরের উদ্দেশ্যে যাত্রা করলে পথে কালকিনি- ভুরঘাটা সড়কের চক্ষু হাসপাতালের সামনে আসলে মাহেন্দ্রর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনা কবলিত মাহিন্দ্রটি স্থানীয় জনতারা আগুন ধরিয়ে দেয়।