ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুরাদ আহমেদ মৃধা মারা গেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মুরাদ আহমেদ মৃধা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়–সংলগ্ন মণ্ডলের মোড় এলাকার একটি মেসে থাকতেন। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাত্তার মৃধার ছেলে।

মুরাদ আহমেদ মৃধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও সহকারী প্রক্টর জাকির হোসেন। তিনি সোমবার রাত সাড়ে আটটার দিকে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কয়েক দিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মুরাদ। তবে মুরাদের রোগের বিষয়টি বিভাগের তেমন কেউ জানতেন না। সোমবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহটি কিছুক্ষণ আগেই তাঁর নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

জাকির হোসেন আরও বলেন, গত ২৫ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুরাদ তাঁর প্রোফাইল থেকে একটি পোস্টে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান, কিন্তু কেউ বিভাগকে অবহিত করেনি। বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে হয়তো তাঁর আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যেত।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুরাদ আহমেদ মৃধা মারা গেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মুরাদ আহমেদ মৃধা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়–সংলগ্ন মণ্ডলের মোড় এলাকার একটি মেসে থাকতেন। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাত্তার মৃধার ছেলে।

মুরাদ আহমেদ মৃধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও সহকারী প্রক্টর জাকির হোসেন। তিনি সোমবার রাত সাড়ে আটটার দিকে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কয়েক দিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মুরাদ। তবে মুরাদের রোগের বিষয়টি বিভাগের তেমন কেউ জানতেন না। সোমবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহটি কিছুক্ষণ আগেই তাঁর নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

জাকির হোসেন আরও বলেন, গত ২৫ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুরাদ তাঁর প্রোফাইল থেকে একটি পোস্টে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান, কিন্তু কেউ বিভাগকে অবহিত করেনি। বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে হয়তো তাঁর আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যেত।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত