লক্ষ্মীপুরের কমলনগরে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্টে সাজতে গিয়ে শিশুকন্যা মালিহা ইসলাম ওহি (৯ মাস) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শিশুর কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী কিন্ডারগার্টেন এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণিতে পডুয়া সাদিয়া ইসলাম মিহিকে (৭) সাজানোর সময় শিশুচুরির ঘটনাটি ঘটে।
চুরি যাওয়া শিশুটি লক্ষ্মী লক্ষ্মীপুর কমলনগরের সীমান্তবর্তী তেয়ারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বও ওয়ার্ড এলাকার মো. সেলিম ও মরিয়ম বেগম দম্পত্তির দ্বিতীয় সন্তান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সফিক উল্যাহ জানান, তার প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলো চলাকালে শিশু শিক্ষার্থী সাদিয়া ইসলাম মিহিকে ‘যেমন খুশি তেমন সাজের জন্য প্রস্তুত করতে তারই মা মরিয়ম বেগম নিজেই কোলের শিশু অহিকে অভিভাবক পরিচয়ের অন্য এক নারীর কোলে দেন। এসময় দর্শণার্থীদের ভিড়ের সুযোগে ওই অপরিচিত নারী শিশুটিকে নিয়ে সটকে পড়ে। বিদ্যালয়ের সিসি ফুটেজের বরাত দিয়ে প্রধান শিক্ষক আরও জানান, শিশুর মা প্রথমে যার কোলে দিয়েছিলেন তার থেকে দ্বিতীয় অপর বোরকা পরিহিত নারী শিশুকে কোলে তুলে নেন। একপর্যায়ে শিশুটি নিখোঁজ হয়।
ধারণা করা হচ্ছে, বোরকা পরিহিতা অভিভাবক বেশে আসা ওই নারী কোনো পাচারকারী দলের সদস্য হতে পারে। ঘটনাটি ঘিরে ওই শিশু পরিবারে শোকের মাতম চলছে অন্যদিকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এব্যাপারে কমলনগর থানায় সাধারণ ডায়রী করবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠান সূত্র।