জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেবে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই ঘোষণা দিয়েছেন তেল আবিব থেকে জেরুজালেমে তাদের দূতাবাস সরিয়ে নেবেন। ৫৩ বছর বয়সী এই অর্থনীতিবিদ একজন জাদরেল রাজনীতিক।

যিনি গত বছর দোর্দণ্ড প্রতাপের সঙ্গে নির্বাচনে জয়ী হয়ে আর্জেন্টিনার ক্ষমতায় অধিষ্ঠিত হন।

রাজধানী তেল আবিবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে বেন গুরিয়ান বিমানবন্দরে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে এসেই তিনি এসব কথা বলেন। তিনি জানান, তার পরিকল্পনা হচ্ছে জেরুজালেমেই হবে আর্জেন্টিনার দূতাবাস।

এ ঘোষণার আগেই উষ্ণ সংবর্ধনা দেয়া হয় আর্জেন্টিনার প্রেসিডেন্টকে। মিলেই এর এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ইরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু এবং মিলেই দুজনেই রাজনৈতিকভাবে ডানপন্থী। মিলেইকে অনেকসময় আমেরিকার ডানপন্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তুলনা করা হয়। তবে মিলেই বরাবরই অর্থনৈতিকভাবে উদারপন্থী-এমনটা মনে করা হয়।

মিলেই ইসরায়েলে নেমেই জেরুজালেমে যান এবং ইহুদীদের কাছে পবিত্র পশ্চিমা দেয়াল বলে পরিচিত পূণ্য স্থানে মাথা ছুইয়ে প্রার্থনায় অংশ নেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেবে আর্জেন্টিনা

জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেবে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই ঘোষণা দিয়েছেন তেল আবিব থেকে জেরুজালেমে তাদের দূতাবাস সরিয়ে নেবেন। ৫৩ বছর বয়সী এই অর্থনীতিবিদ একজন জাদরেল রাজনীতিক।

যিনি গত বছর দোর্দণ্ড প্রতাপের সঙ্গে নির্বাচনে জয়ী হয়ে আর্জেন্টিনার ক্ষমতায় অধিষ্ঠিত হন।

রাজধানী তেল আবিবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে বেন গুরিয়ান বিমানবন্দরে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে এসেই তিনি এসব কথা বলেন। তিনি জানান, তার পরিকল্পনা হচ্ছে জেরুজালেমেই হবে আর্জেন্টিনার দূতাবাস।

এ ঘোষণার আগেই উষ্ণ সংবর্ধনা দেয়া হয় আর্জেন্টিনার প্রেসিডেন্টকে। মিলেই এর এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ইরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু এবং মিলেই দুজনেই রাজনৈতিকভাবে ডানপন্থী। মিলেইকে অনেকসময় আমেরিকার ডানপন্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তুলনা করা হয়। তবে মিলেই বরাবরই অর্থনৈতিকভাবে উদারপন্থী-এমনটা মনে করা হয়।

মিলেই ইসরায়েলে নেমেই জেরুজালেমে যান এবং ইহুদীদের কাছে পবিত্র পশ্চিমা দেয়াল বলে পরিচিত পূণ্য স্থানে মাথা ছুইয়ে প্রার্থনায় অংশ নেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত