গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩
সিলিন্ডার/প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর কোনাপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ছয় দিন আগের আগের ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় মারা যান ২১ বছরের ইয়াসিন আরাফাত। কিছুক্ষণ পরে মারা যান ২২ বছরের মশিউর আলী।

বার্ন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হোসাইন ইমাম বলেন, “সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইয়াসিন আরাফাতের মৃত্যু হয়। তার শরীরের ৬২%-এর বেশি পুড়ে গিয়েছিল। আর মশিউরের শরীর পুড়েছিল ৬০%। এ নিয়ে ওই ঘটনায় ১৩ জনের মৃত্যু হলো।”

বর্তমানে হাসপাতালটিতে এ ঘটনায় দগ্ধ আরও ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি। যাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। পাঁচজন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।

এর আগে, গত ১৫ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাইবা (৩), আরিফুল ইসলাম (৩৫), মহিদুল (২৪), নার্গিস খাতুন (২২), মনসুর আলী ও সোলাইমান মোল্লা, জহিরুল ইসলাম (৪০), মোতালেব (৪৫), সোলায়মান (৯), রাব্বি (১৩), তাওহিদ (৭) ও তাইবা (৪) মারা যান।

গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩
সিলিন্ডার/প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর কোনাপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ছয় দিন আগের আগের ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় মারা যান ২১ বছরের ইয়াসিন আরাফাত। কিছুক্ষণ পরে মারা যান ২২ বছরের মশিউর আলী।

বার্ন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হোসাইন ইমাম বলেন, “সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইয়াসিন আরাফাতের মৃত্যু হয়। তার শরীরের ৬২%-এর বেশি পুড়ে গিয়েছিল। আর মশিউরের শরীর পুড়েছিল ৬০%। এ নিয়ে ওই ঘটনায় ১৩ জনের মৃত্যু হলো।”

বর্তমানে হাসপাতালটিতে এ ঘটনায় দগ্ধ আরও ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি। যাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। পাঁচজন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।

এর আগে, গত ১৫ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাইবা (৩), আরিফুল ইসলাম (৩৫), মহিদুল (২৪), নার্গিস খাতুন (২২), মনসুর আলী ও সোলাইমান মোল্লা, জহিরুল ইসলাম (৪০), মোতালেব (৪৫), সোলায়মান (৯), রাব্বি (১৩), তাওহিদ (৭) ও তাইবা (৪) মারা যান।

গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত