ইন্টার্নদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা ৷ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টায় মেডিকেল কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জানানো হয়, ইন্টার্নদের বর্তমান বেতন ১৫ হাজার টাকা। এ বেতনে বর্তমান সময়ে চিকিৎসকদের চলা অসম্ভব হয়ে পড়েছে।
এ সময় বেতন ৩০ হাজার টাকা করাসহ ৪ দাবি উল্লেখ করেন তারা।
গত ২৩ মার্চ ৪ দাবি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সাথে সাক্ষাৎ করেন ইন্টার্ন চিকিৎসকদের একটি দল।
এ সময় মন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরপর ২৪ তারিখ থেকে কর্মবিরতিতে যান দেশের সকল মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। বেতন বৃদ্ধির আশ্বাস দিলেও প্রজ্ঞাপন পাস না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে থাকার সিদ্ধান্ত নেন ইন্টার্ন চিকিৎসকরা।
শুধু ইমার্জেন্সি এবং ক্যাজুয়াল্টিতে ডিউটি করবেন তারা।
ইন্টার্ন চিকিৎসকদের দাবিসমূহ:
১. পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার এবং ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজারে উন্নীতকরণ
২. এফসিপিএস, রেসিডেন্ট এবং নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ।
৩. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ১২টি প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট এবং নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করা।
৪. চিকিৎসক সুরক্ষা আইন পাস এবং এর বাস্তবায়ন।