হবিগঞ্জ শহরে তরমুজের দাম বেশি চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার রাতে শায়েস্তানগর এলাকায় শহরের মোহনপুর গ্রামের রাজু আহমেদ নামে এক ব্যবসায়ীর কাছে তরমুজ কিনতে যান পার্শ্ববর্তী বহুলা গ্রামের সৈয়দ আলী। এ সময় তরমুজের দাম বেশি চাওয়া নিয়ে বাগ্বিতণ্ডা হয় তাদের।যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায় হয়। বিষয়টি তারা নিজ নিজ আত্মীয় ও প্রতিবেশীদের জানালে তারাও ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় রাজু আহমেদ ও সৈয়দ মিয়াসহ দুই পক্ষের পাঁচজন আহত হন। তাদের মধ্যে রাজু ও সৈয়দ মিয়াকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি অজয় চন্দ্র দেব বলেন, “তরমুজের দাম বেশি চাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চার-পাঁচজন আহত হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “উভয়পক্ষের লোকজনকে শান্ত থাকতে বলা হয়েছে। এরপর আবারও সংঘর্ষে জড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”