ব্রাজিলের জার্সি উপহার পেলেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ব্রাজিলের জার্সি উপহার পেলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

তর্কসাপেক্ষে বিশ্ব ফুটবলের সবচেয়ে পরিচিত দল পেলে-রোনালদোর ব্রাজিল। পুরো বিশ্বে অগণিত ভক্ত রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপ সময় বাদেও দেশের রাস্তাঘাটে অসংখ্য ব্রাজিল ভক্তের দেখা মিলে। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্রাজিল দলের ভক্ত। এবার প্রিয় দল ব্রাজিলের হলুদ-সবুজের চিরচেনা জার্সি উপহার পেলেন তিনি।

বাংলাদেশে সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা ‘শেখ হাসিনা’ লেখা ব্রাজিলিয়ান দলের জার্সি প্রধানমন্ত্রীর হাতে ‍তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার দলের প্রতীক নৌকা উপহার দেন ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রীকে।

সোমবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ব্রাজিল প্রথম ১৯৭৩ সালের ১৫ মে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহায়তা চেয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ব্রাজিলের জার্সি উপহার পেলেন প্রধানমন্ত্রী

ব্রাজিলের জার্সি উপহার পেলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

তর্কসাপেক্ষে বিশ্ব ফুটবলের সবচেয়ে পরিচিত দল পেলে-রোনালদোর ব্রাজিল। পুরো বিশ্বে অগণিত ভক্ত রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপ সময় বাদেও দেশের রাস্তাঘাটে অসংখ্য ব্রাজিল ভক্তের দেখা মিলে। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্রাজিল দলের ভক্ত। এবার প্রিয় দল ব্রাজিলের হলুদ-সবুজের চিরচেনা জার্সি উপহার পেলেন তিনি।

বাংলাদেশে সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা ‘শেখ হাসিনা’ লেখা ব্রাজিলিয়ান দলের জার্সি প্রধানমন্ত্রীর হাতে ‍তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার দলের প্রতীক নৌকা উপহার দেন ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রীকে।

সোমবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ব্রাজিল প্রথম ১৯৭৩ সালের ১৫ মে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহায়তা চেয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত