এলএনজি আমদানি বাড়াবে পেট্রোবাংলা : বিদ্যুৎ সঙ্কট

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
এলএনজি আমদানি বাড়াবে পেট্রোবাংলা : বিদ্যুৎ সঙ্কট
ছবি: সংগৃহীত

এপ্রিলের মাঝামাঝি থেকে শেষ অবধি দেশে গরমের তীব্রতা বাড়তে পারে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে রাষ্ট্র পরিচালিত পেট্রোবাংলা বিদ্যুৎকেন্দ্রের জন্য এলএনজি সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করছে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, ১৫ থেকে ৩০ এপ্রিল দেশে এলএনজি সরবরাহের পরিমাণ প্রতিদিন বাড়িয়ে ১,১০০ মিলিয়ন ঘনফুট করা হবে। এখন দুটি এলএনজি টার্মিনাল সর্বোচ্চ ব্যবহার করলে ১১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা সম্ভব হবে।

এপ্রিলের তীব্র দাবদাহ মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার (৭ এপ্রিল) দেশে সর্বোচ্চ ৬০১ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হয়েছে।

যদিও ১ থেকে ৯ এপ্রিল পেট্রোবাংলার পরিকল্পনায় প্রতিদিন ৯৩৩ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহের কথা ছিল। কিন্তু বাস্তবে সরবরাহ করা হয়েছে ৬০০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ পরিকল্পনার চেয়ে প্রতিদিন সরবরাহে ঘাটতির পরিমাণ ৩৩২ মিলিয়ন ঘনফুট এলএনজি।

ঘাটতি মেটাতে ও বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পেট্রোবাংলা ওমান বা কাতার বা স্পট মার্কেট থেকে যেখানেই সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই এলএনজি কিনবে বলে সূত্র জানিয়েছে।

গত সপ্তাহে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেচ সহায়তার জন্য গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে একটি নির্দেশনা জারি করেছেন।

তিনি বলেন, গ্রামে কোনো লোডশেডিং থাকতে পারবে না, এবং প্রয়োজনে শহরে বিদ্যুৎ কম দেওয়া যেতে পারে।

পেট্রোবাংলার এক কর্মকর্তা বলেন, জ্বালানি বিভাগের নির্দেশনা অনুযায়ী, এপ্রিলের তীব্র গরম থেকে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানো হবে। এখন বিদ্যুৎকেন্দ্রে (গ্রিডে সংযুক্ত বিদ্যুৎকেন্দ্র) প্রতিদিন ১,০৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। সরবরাহের পরিমাণ আরও ২৫০ মিলিয়ন ঘনফুট বাড়িয়ে ১,২৯০ মিলিয়ন ঘনফুট করা হবে।

পিডিবি বলছে, এখন তাদের বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন গ্যাসের চাহিদা ২,৩১৬ মিলিয়ন ঘনফুট। কিন্তু তারা সরবরাহ পাচ্ছে সর্বোচ্চ ১,০৫০ মিলিয়ন ঘনফুট। এতে বড় বড় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বিঘ্নিত হচ্ছে। ফলে সরবরাহ রেশনিং করতে হচ্ছে।

এবার গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১৬,৫০০ মেগাওয়াট। কিন্তু সর্বোচ্চ উৎপাদন এখন পর্যন্ত ১৪,১৭৪ মেগাওয়াট। এ কারণে প্রতিদিনই দুই হাজার থেকে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এলএনজি আমদানি বাড়াবে পেট্রোবাংলা : বিদ্যুৎ সঙ্কট

এলএনজি আমদানি বাড়াবে পেট্রোবাংলা : বিদ্যুৎ সঙ্কট
ছবি: সংগৃহীত

এপ্রিলের মাঝামাঝি থেকে শেষ অবধি দেশে গরমের তীব্রতা বাড়তে পারে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে রাষ্ট্র পরিচালিত পেট্রোবাংলা বিদ্যুৎকেন্দ্রের জন্য এলএনজি সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করছে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, ১৫ থেকে ৩০ এপ্রিল দেশে এলএনজি সরবরাহের পরিমাণ প্রতিদিন বাড়িয়ে ১,১০০ মিলিয়ন ঘনফুট করা হবে। এখন দুটি এলএনজি টার্মিনাল সর্বোচ্চ ব্যবহার করলে ১১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা সম্ভব হবে।

এপ্রিলের তীব্র দাবদাহ মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার (৭ এপ্রিল) দেশে সর্বোচ্চ ৬০১ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হয়েছে।

যদিও ১ থেকে ৯ এপ্রিল পেট্রোবাংলার পরিকল্পনায় প্রতিদিন ৯৩৩ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহের কথা ছিল। কিন্তু বাস্তবে সরবরাহ করা হয়েছে ৬০০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ পরিকল্পনার চেয়ে প্রতিদিন সরবরাহে ঘাটতির পরিমাণ ৩৩২ মিলিয়ন ঘনফুট এলএনজি।

ঘাটতি মেটাতে ও বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পেট্রোবাংলা ওমান বা কাতার বা স্পট মার্কেট থেকে যেখানেই সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই এলএনজি কিনবে বলে সূত্র জানিয়েছে।

গত সপ্তাহে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেচ সহায়তার জন্য গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে একটি নির্দেশনা জারি করেছেন।

তিনি বলেন, গ্রামে কোনো লোডশেডিং থাকতে পারবে না, এবং প্রয়োজনে শহরে বিদ্যুৎ কম দেওয়া যেতে পারে।

পেট্রোবাংলার এক কর্মকর্তা বলেন, জ্বালানি বিভাগের নির্দেশনা অনুযায়ী, এপ্রিলের তীব্র গরম থেকে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানো হবে। এখন বিদ্যুৎকেন্দ্রে (গ্রিডে সংযুক্ত বিদ্যুৎকেন্দ্র) প্রতিদিন ১,০৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। সরবরাহের পরিমাণ আরও ২৫০ মিলিয়ন ঘনফুট বাড়িয়ে ১,২৯০ মিলিয়ন ঘনফুট করা হবে।

পিডিবি বলছে, এখন তাদের বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন গ্যাসের চাহিদা ২,৩১৬ মিলিয়ন ঘনফুট। কিন্তু তারা সরবরাহ পাচ্ছে সর্বোচ্চ ১,০৫০ মিলিয়ন ঘনফুট। এতে বড় বড় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বিঘ্নিত হচ্ছে। ফলে সরবরাহ রেশনিং করতে হচ্ছে।

এবার গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১৬,৫০০ মেগাওয়াট। কিন্তু সর্বোচ্চ উৎপাদন এখন পর্যন্ত ১৪,১৭৪ মেগাওয়াট। এ কারণে প্রতিদিনই দুই হাজার থেকে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত