দেশবাসীকে সাকিব আল হাসানের নববর্ষের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
দেশবাসীকে সাকিব আল হাসানের নববর্ষের শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

বছর পেরিয়ে আবার এসেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। রোববার (১৪ এপ্রিল) নতুন বর্ষ ১৪৩১ এ পা দিয়েছে বাংলাদেশ। নতুন বছরে সব ক্লেদ, জীর্ণতা দূর করে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালি সমাজ। বিদায়ী ১৪৩০ এর সব ভুল-ত্রুটি, ব্যর্থতা, গ্লানি আর না পাওয়াকে ভুলে নতুন উদ্যমে ১৪৩১ কে স্বাগত জানাচ্ছে ধর্ম-বর্ণ নির্বিশেষে পুরো জাতি। বাঙালির জীবনে পহেলা বৈশাখ কেবল নতুন বছরের শুরু নয়। নতুন বছরের নতুন দিনটি উদযাপিত হয় সবচেয়ে বড় উৎসবের উপলক্ষ হিসেবে। বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার বাংলায়। তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির।

বাঙালির এই উচ্ছ্বাসের সমুদ্রে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।  নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাকিব লিখেছেন, ‘শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে।’

বর্তমানে অবশ্য সাকিব বাংলাদেশে নেই। পরিবারের সঙ্গে আমেরিকাতে অবস্থান করছেন। পবিত্র ঈদুল ফিতরও তিনি সেখানে পালন করেছেন। সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলেই পবিত্র মক্কা নগরীতে ওমরা হজ পালন করেন এরপর সেখান থেকেই আমেরিকা যান এই ক্রিকেটার। তবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কবে নাগাদ দেশে ফিরবেন সাকিব সেটি এখনো জানা যায়নি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দেশবাসীকে সাকিব আল হাসানের নববর্ষের শুভেচ্ছা

দেশবাসীকে সাকিব আল হাসানের নববর্ষের শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

বছর পেরিয়ে আবার এসেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। রোববার (১৪ এপ্রিল) নতুন বর্ষ ১৪৩১ এ পা দিয়েছে বাংলাদেশ। নতুন বছরে সব ক্লেদ, জীর্ণতা দূর করে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালি সমাজ। বিদায়ী ১৪৩০ এর সব ভুল-ত্রুটি, ব্যর্থতা, গ্লানি আর না পাওয়াকে ভুলে নতুন উদ্যমে ১৪৩১ কে স্বাগত জানাচ্ছে ধর্ম-বর্ণ নির্বিশেষে পুরো জাতি। বাঙালির জীবনে পহেলা বৈশাখ কেবল নতুন বছরের শুরু নয়। নতুন বছরের নতুন দিনটি উদযাপিত হয় সবচেয়ে বড় উৎসবের উপলক্ষ হিসেবে। বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার বাংলায়। তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির।

বাঙালির এই উচ্ছ্বাসের সমুদ্রে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।  নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাকিব লিখেছেন, ‘শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে।’

বর্তমানে অবশ্য সাকিব বাংলাদেশে নেই। পরিবারের সঙ্গে আমেরিকাতে অবস্থান করছেন। পবিত্র ঈদুল ফিতরও তিনি সেখানে পালন করেছেন। সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলেই পবিত্র মক্কা নগরীতে ওমরা হজ পালন করেন এরপর সেখান থেকেই আমেরিকা যান এই ক্রিকেটার। তবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কবে নাগাদ দেশে ফিরবেন সাকিব সেটি এখনো জানা যায়নি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত