সামছুল আলম কারাগারে থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
সামছুল আলম কারাগারে থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
ছবি: সংগৃহীত

কারাগারে থেকে ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সামছুল আলম চৌধুরী। তিনি আনারস প্রতীকে ৩১ হাজার ৯৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান মিঠু পেয়েছেন ৩০ হাজার ৯ ভোট।

বুধবার (৮ মে) উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফরিদপুর সদর উপজেলায় ভোটগ্রহণ শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ রাত ৯টার দিকে নির্বাচিত হওয়ার বিষয় নিশ্চিত করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনের আগের দিন মঙ্গলবার (৭ মে) ফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় সামছুল আলম চৌধুরীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেন তাকে কারাগারে পাঠান।

একই মামলায় জামিন পান ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মো. নাসির।

এ দিন আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সামছুল আলম কারাগারে থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

সামছুল আলম কারাগারে থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
ছবি: সংগৃহীত

কারাগারে থেকে ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সামছুল আলম চৌধুরী। তিনি আনারস প্রতীকে ৩১ হাজার ৯৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান মিঠু পেয়েছেন ৩০ হাজার ৯ ভোট।

বুধবার (৮ মে) উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফরিদপুর সদর উপজেলায় ভোটগ্রহণ শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ রাত ৯টার দিকে নির্বাচিত হওয়ার বিষয় নিশ্চিত করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনের আগের দিন মঙ্গলবার (৭ মে) ফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় সামছুল আলম চৌধুরীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেন তাকে কারাগারে পাঠান।

একই মামলায় জামিন পান ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মো. নাসির।

এ দিন আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত