‘আমার বাবার অসম্ভব রকমের সৌভাগ্য ছিল’

বিনোদন ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
‘আমার বাবার অসম্ভব রকমের সৌভাগ্য ছিল’
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার গণমানুষের নায়ক মান্না। দুই যুগেরও বেশি সময় বাংলা চলচ্চিত্রে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপর দিয়েছেন মান্না; যা আজও দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে।

দর্শকপ্রিয় মান্নার একমাত্র ছেলে সিয়াম ইলতিমাস। চলচ্চিত্রাঙ্গনে আনাগোনা নেই তার। সামাজিক মাধ্যমেও মাঝে মাঝে দেখা যায় তাকে। রোববার (১২ মে) মা দিবসে সোশ্যাল হ্যন্ডেলে সরব হলেন তিনি।

এদিন ফেসবুকে বাবা-মায়ের একটি ছবি প্রকাশ করেছেন সিয়াম। সেখানে বাবা-মায়ের সঙ্গে দেখ্বা যাচ্ছে একরত্তি সিয়ামকে। ছবিতে ইংরেজিতে একটি বাক্য লিখেছেন তিনি। যার বাংলা কলে দাঁড়ায়, আমার বাবার অসম্ভব রকমের সৌভাগ্য ছিল। সে কারণেই সেদিন এই সুন্দরী মেয়েটিকে জয় করতে পেরেছিলেন।

এতে স্পষ্ট যে, সিয়াম বোঝাতে চেয়েছেন, মান্না খুব ভাগ্যবান বলেই স্ত্রী শেলী মান্নাকে পেয়েছিলেন। এরপর মা শেলী মান্নার উদ্দেশে সিয়ামের বার্তা, হ্যাপি মাদার’স ডে মা।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। মূলত এই প্রতিযোগিতার মাধ্যমেই রুপালি জগতে পা রাখেন মান্না। এসময় ঢাকা কলেজে অধ্যয়নরত ছিলেন তিনি।

মান্না অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’ হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘পাগলি’। তবে ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকডের নজরে আসেন মান্না।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

‘আমার বাবার অসম্ভব রকমের সৌভাগ্য ছিল’

‘আমার বাবার অসম্ভব রকমের সৌভাগ্য ছিল’
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার গণমানুষের নায়ক মান্না। দুই যুগেরও বেশি সময় বাংলা চলচ্চিত্রে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপর দিয়েছেন মান্না; যা আজও দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে।

দর্শকপ্রিয় মান্নার একমাত্র ছেলে সিয়াম ইলতিমাস। চলচ্চিত্রাঙ্গনে আনাগোনা নেই তার। সামাজিক মাধ্যমেও মাঝে মাঝে দেখা যায় তাকে। রোববার (১২ মে) মা দিবসে সোশ্যাল হ্যন্ডেলে সরব হলেন তিনি।

এদিন ফেসবুকে বাবা-মায়ের একটি ছবি প্রকাশ করেছেন সিয়াম। সেখানে বাবা-মায়ের সঙ্গে দেখ্বা যাচ্ছে একরত্তি সিয়ামকে। ছবিতে ইংরেজিতে একটি বাক্য লিখেছেন তিনি। যার বাংলা কলে দাঁড়ায়, আমার বাবার অসম্ভব রকমের সৌভাগ্য ছিল। সে কারণেই সেদিন এই সুন্দরী মেয়েটিকে জয় করতে পেরেছিলেন।

এতে স্পষ্ট যে, সিয়াম বোঝাতে চেয়েছেন, মান্না খুব ভাগ্যবান বলেই স্ত্রী শেলী মান্নাকে পেয়েছিলেন। এরপর মা শেলী মান্নার উদ্দেশে সিয়ামের বার্তা, হ্যাপি মাদার’স ডে মা।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। মূলত এই প্রতিযোগিতার মাধ্যমেই রুপালি জগতে পা রাখেন মান্না। এসময় ঢাকা কলেজে অধ্যয়নরত ছিলেন তিনি।

মান্না অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’ হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘পাগলি’। তবে ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকডের নজরে আসেন মান্না।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত