‘‘সুড়ঙ্গ’’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেকের পর দীর্ঘ দিন যেন চুপ করে ছিলেন অভিনেতা আফরান নিশো। তবে এবার নীরবতা ভেঙে তিনি জানালেন, একসঙ্গে দুটি ছবি নিয়ে আসছেন তারকা।
সোমবার (১৩ মে) সন্ধ্যার দিকে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এ তথ্য জানায়। এরইমধ্যে দুই সিনেমার চুক্তি সম্পন্ন হয়েছে।
তবে ছবির নাম, নির্মাতা ও নিশোর সহশিল্পীসহ সিনেমার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
এসব বিষয়ে আফরান নিশো বললেন, ‘‘যে কোনো সৃষ্টিশীল কাজে সাফল্যের জন্য সময় খুব গুরুত্বপূর্ণ। আর সিনেমার ক্ষেত্রে প্রতিটা বিষয়ের সমন্বয় হওয়া জরুরি। সমন্বয় যত ভালো হবে, ছবি ভালো হওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে। এ কারণেই সময় নেওয়া প্রয়োজন। সেজন্য মাঝে মাঝে ডুব দিয়ে থাকা প্রয়োজন। এর মানে হারিয়ে যাওয়া নয়, বরং প্রস্তুত হওয়া।’’
নতুন সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অনেক হারানোর মাঝে এই প্রতিষ্ঠানকে খুঁজে পেয়েছি, যারা আমাকে দুটি ছবিতে যুক্ত করেছে। আমি আনন্দিত যে, তারা আমাকে খুঁজে নিয়েছে, আমিও তাদের খুঁজে পেয়েছি।’’
তথ্য বলছে, ঢাকার আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও কলকাতার নামি প্রতিষ্ঠান এসভিএফের যৌথভাবে চালু করা প্রতিষ্ঠান থেকেই এ দুই সিনেমা নির্মাণ হবে।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘‘আফরান নিশোর বড় পর্দায় ফিরে আসা আমাদের জন্য একটি রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করছে। ছবিগুলোতে তিনি যে অভিনয়ের দ্যুতি ছড়াবেন, তা দেখার জন্য আমরা মুখিয়ে আছি।’’
যৌথ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহেন্দ্র সোনিও (এসভিএফের কর্ণধার) নিশোর ছবি দুটি নিয়ে উচ্ছ্বাস ও আশা ব্যক্ত করেছেন।