খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক উপজাতি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা খাগড়াছড়ি জেলা। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে জুম্ম ছাত্র-জনতা পূর্ণ দিবস সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।
শনিবার সকাল থেকে জেলার সবকটি উপজেলার প্রবেশ ও যাতায়াতের রাস্তায় গাছ ফেলা ও টায়ার জ্বালিয়ে পুরো জেলাকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীরা। এসময় বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। সকালে আলুটিলা পুনর্বাসন এলাকায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্সও ভাঙচুর করা হয়।
দুপুরে শহরের নারানখাইয়া এলাকায় অবরোধকারীদের সঙ্গে স্থানীয় বাঙালিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।