নেপালে জেন-জি আন্দোলন নেতার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
নেপালে জেন-জি আন্দোলন নেতার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা

নেপালের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের বার্তা দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জেনারেশন-জেড (জেন-জি) আন্দোলনের নেতা সুদান গুরুং। তিনি জানান, ইতোমধ্যে তারা দেশব্যাপী ‘মুভমেন্ট ফর চেঞ্জ’ নামে একটি রাজনৈতিক উদ্যোগ গড়ে তোলার কাজ শুরু করেছেন।

সাবেক রাজনৈতিক নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে গুরুং বলেন, “তারা আমাদের রাজনীতিতে নামতে বাধ্য করেছে। দেশের বর্তমান ও অতীত শাসকেরা দুর্নীতিগ্রস্ত এবং স্বার্থপর। তারা যদি এই ধরনের রাজনীতিই চায়, তাহলে আমরা পরবর্তী নির্বাচনে লড়ব এবং পিছু হটব না।”

তিনি স্পষ্ট করে জানান, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং একটি সংগঠিত রাজনৈতিক দল গঠন করেই নির্বাচনে অংশ নেবেন। গুরুংয়ের মতে, দলীয়ভাবে লড়লে তরুণদের শক্তি একত্রিত করা সম্ভব, যা পরিবর্তনের জন্য জরুরি।

এরই মধ্যে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দেশজুড়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

আসন্ন মার্চ মাসের নির্বাচনে দুর্নীতিবাজ পুরোনো রাজনৈতিক নেতাদের দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতার সুষ্ঠু বিচারের দাবি জানান।

প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে সুদান গুরুং বলেন, “আমি এর জন্য সঠিক ব্যক্তি কিনা তা এখনই বলতে চাই না। তবে জনগণ যদি চায়, তবে অবশ্যই প্রার্থী হবো।”

সূত্র: আল জাজিরা

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নেপালে জেন-জি আন্দোলন নেতার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা

নেপালে জেন-জি আন্দোলন নেতার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা

নেপালের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের বার্তা দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জেনারেশন-জেড (জেন-জি) আন্দোলনের নেতা সুদান গুরুং। তিনি জানান, ইতোমধ্যে তারা দেশব্যাপী ‘মুভমেন্ট ফর চেঞ্জ’ নামে একটি রাজনৈতিক উদ্যোগ গড়ে তোলার কাজ শুরু করেছেন।

সাবেক রাজনৈতিক নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে গুরুং বলেন, “তারা আমাদের রাজনীতিতে নামতে বাধ্য করেছে। দেশের বর্তমান ও অতীত শাসকেরা দুর্নীতিগ্রস্ত এবং স্বার্থপর। তারা যদি এই ধরনের রাজনীতিই চায়, তাহলে আমরা পরবর্তী নির্বাচনে লড়ব এবং পিছু হটব না।”

তিনি স্পষ্ট করে জানান, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং একটি সংগঠিত রাজনৈতিক দল গঠন করেই নির্বাচনে অংশ নেবেন। গুরুংয়ের মতে, দলীয়ভাবে লড়লে তরুণদের শক্তি একত্রিত করা সম্ভব, যা পরিবর্তনের জন্য জরুরি।

এরই মধ্যে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দেশজুড়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

আসন্ন মার্চ মাসের নির্বাচনে দুর্নীতিবাজ পুরোনো রাজনৈতিক নেতাদের দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতার সুষ্ঠু বিচারের দাবি জানান।

প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে সুদান গুরুং বলেন, “আমি এর জন্য সঠিক ব্যক্তি কিনা তা এখনই বলতে চাই না। তবে জনগণ যদি চায়, তবে অবশ্যই প্রার্থী হবো।”

সূত্র: আল জাজিরা

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত