নড়াইলের লোহাগড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জয়পুর ইউনিয়নবাসীর উদ্যোগে নারানদিয়া রেল স্টেশনের পাশে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষ ঢল নামে।
সারেজমিনে দেখা যায়, নড়াইলসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে ১০-১২টি ঘোড়া অংশ নেন। গ্রামীণ বাংলার এই ঐতিহ্যবাহী আয়োজনের সঙ্গে যুক্ত হতে দুপুর থেকেই নারী, পুরুষ ও শিশুরা নারানদিয়া রেল স্টেশনের আশেপাশে জমায়েত হতে শুরু করেন।
প্রতিযোগিতা চলাকালীন রেল স্টেশন এলাকা যেন মিলন মেলায় পরিণত হয়। শেষ পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।