চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে ভেঙে ভূজপুর থানা এলাকায় “ফটিকছড়ি উত্তর” নামে নতুন উপজেলার অনুমোদন দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে। জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহেই এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদসচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে নতুন এই উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয় বলে ২৭ সেপ্টেম্বর (শনিবার) গণমাধ্যমে প্রকাশিত হয়।
২০০৭ সালের ২১ জুলাই ফটিকছড়ি থানার ২১টি ইউনিয়নের মধ্যে বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়ন নিয়ে গঠিত হয় ভূজপুর থানা। ভূজপুর থানার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে খাগড়াছড়ির মানিকছড়ি ও রামগড়, পশ্চিমে সীতাকুণ্ড উপজেলা এবং দক্ষিণে হাটহাজারি উপজেলা অবস্থিত।
উত্তর ফটিকছড়ি নাগরিক ফোরামের সদস্য সচিব এডভোকেট রাসেল আহমেদ ভূঁইয়া বলেন, “উত্তরের মানুষের দীর্ঘ প্রচেষ্টার ফল পেতে যাচ্ছে ফটিকছড়ি উত্তর উপজেলা।”
ঢাকাস্থ উত্তর ফটিকছড়ি সমিতির সভাপতি তৌহিদুল আলম চৌধুরী বলেন, “আমরা উত্তরের মানুষ দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিলাম। নতুন উপজেলা এখন আলোর পথ দেখাবে, দীর্ঘদিনের সংগ্রাম আলোর দিশা হয়ে আসবে।”