ফেসবুক ডেটিংয়ে এআই চ্যাটবটসহ নতুন ফিচার

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
ফেসবুক ডেটিংয়ে এআই চ্যাটবটসহ নতুন ফিচার

ফেসবুকের ডেটিং প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট সহকারী। সোমবার মেটা এক ঘোষণায় জানিয়েছে, এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের পছন্দ আরও সূক্ষ্মভাবে নির্ধারণে সাহায্য করবে এবং প্রোফাইল সাজাতে সহায়ক ভূমিকা রাখবে।

ব্যবহারকারীরা চাইলে এআইকে নির্দিষ্ট করে জানাতে পারবেন। যেমন—“ব্রুকলিনে টেক সেক্টরে কাজ করা কোনো মেয়ের সন্ধান চাই।” আবার কেউ চাইলে নিজের প্রোফাইলের উত্তরগুলো আরও আকর্ষণীয় করতেও এআইয়ের সহায়তা নিতে পারবেন।

বারবার ডানে-বামে প্রোফাইল ঘাঁটার ক্লান্তি কমাতে ফেসবুক চালু করেছে মিট কিউট নামে একটি ফিচার। এতে প্রতি সপ্তাহে অ্যালগরিদম অনুযায়ী ব্যবহারকারীদের জন্য একটি চমকপ্রদ ম্যাচ সাজেস্ট করা হবে।

১৮–২৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে ফেসবুক ডেটিংয়ের ম্যাচিং হার গত এক বছরে ১০% বেড়েছে। তবে টিন্ডারের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৫ কোটি এবং হিঞ্জের ১ কোটি। তার তুলনায় ফেসবুক এখনো তুলনামূলকভাবে ছোট খেলোয়াড়।

ডেটিং অ্যাপগুলোর মধ্যে এআই এখন সাধারণ হয়ে উঠছে। টিন্ডারে ইতিমধ্যেই এসেছে এআই-ভিত্তিক ছবি নির্বাচক টুল, যা ব্যবহারকারীর ক্যামেরা রোল স্ক্যান করে সেরা প্রোফাইল ছবি সাজেস্ট করে। হিঞ্জেও রয়েছে এআই-নির্ভর প্রম্পট রেসপন্স সাজেস্ট করার সুবিধা।

টিন্ডার, হিঞ্জ ও ওকেইকিউপিডের মূল কোম্পানি ম্যাচ গ্রুপ গত বছর ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এ খাতে তাদের বিনিয়োগ ২ কোটি ডলারের বেশি। যদিও বিগত পাঁচ বছরে কোম্পানিটির শেয়ারমূল্য ৬৮% কমে গেছে, তারপরও এআই-কে তারা ভবিষ্যতের প্রধান বিনিয়োগ ক্ষেত্র হিসেবে দেখছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফেসবুক ডেটিংয়ে এআই চ্যাটবটসহ নতুন ফিচার

ফেসবুক ডেটিংয়ে এআই চ্যাটবটসহ নতুন ফিচার

ফেসবুকের ডেটিং প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট সহকারী। সোমবার মেটা এক ঘোষণায় জানিয়েছে, এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের পছন্দ আরও সূক্ষ্মভাবে নির্ধারণে সাহায্য করবে এবং প্রোফাইল সাজাতে সহায়ক ভূমিকা রাখবে।

ব্যবহারকারীরা চাইলে এআইকে নির্দিষ্ট করে জানাতে পারবেন। যেমন—“ব্রুকলিনে টেক সেক্টরে কাজ করা কোনো মেয়ের সন্ধান চাই।” আবার কেউ চাইলে নিজের প্রোফাইলের উত্তরগুলো আরও আকর্ষণীয় করতেও এআইয়ের সহায়তা নিতে পারবেন।

বারবার ডানে-বামে প্রোফাইল ঘাঁটার ক্লান্তি কমাতে ফেসবুক চালু করেছে মিট কিউট নামে একটি ফিচার। এতে প্রতি সপ্তাহে অ্যালগরিদম অনুযায়ী ব্যবহারকারীদের জন্য একটি চমকপ্রদ ম্যাচ সাজেস্ট করা হবে।

১৮–২৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে ফেসবুক ডেটিংয়ের ম্যাচিং হার গত এক বছরে ১০% বেড়েছে। তবে টিন্ডারের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৫ কোটি এবং হিঞ্জের ১ কোটি। তার তুলনায় ফেসবুক এখনো তুলনামূলকভাবে ছোট খেলোয়াড়।

ডেটিং অ্যাপগুলোর মধ্যে এআই এখন সাধারণ হয়ে উঠছে। টিন্ডারে ইতিমধ্যেই এসেছে এআই-ভিত্তিক ছবি নির্বাচক টুল, যা ব্যবহারকারীর ক্যামেরা রোল স্ক্যান করে সেরা প্রোফাইল ছবি সাজেস্ট করে। হিঞ্জেও রয়েছে এআই-নির্ভর প্রম্পট রেসপন্স সাজেস্ট করার সুবিধা।

টিন্ডার, হিঞ্জ ও ওকেইকিউপিডের মূল কোম্পানি ম্যাচ গ্রুপ গত বছর ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এ খাতে তাদের বিনিয়োগ ২ কোটি ডলারের বেশি। যদিও বিগত পাঁচ বছরে কোম্পানিটির শেয়ারমূল্য ৬৮% কমে গেছে, তারপরও এআই-কে তারা ভবিষ্যতের প্রধান বিনিয়োগ ক্ষেত্র হিসেবে দেখছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত