সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে শিরোপার স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছে বাংলাদেশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শ্রীলঙ্কায় বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক এ টুর্নামেন্টের এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। দীর্ঘদিনের প্রস্তুতি, একনিষ্ঠ কোচিং ও সুনির্দিষ্ট পরিকল্পনার ফলে শক্তিশালী হয়ে উঠেছে ফয়সালদের দল। শুরু থেকেই স্বাগতিক শ্রীলঙ্কা, নেপাল এবং পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পৌঁছায় তারা। সেমিফাইনালে পাকিস্তানকেও পরাজিত করে ফাইনালের পথ সুগম করে গোলাম রব্বানী ছোটনের নেতৃত্বাধীন দল।
ট্রফির লড়াইয়ে এবার লাল সবুজের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম সফল দল ভারত। প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজেদের ফেভারিট মনে করছে বাংলাদেশ। টিম ওয়ার্কের মাধ্যমে শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, “আমাদের খেলোয়াড়রা ভারত মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে মোটিভেটেড ও আত্মবিশ্বাসী। ম্যাচ চ্যালেঞ্জিং হলেও আমাদেরও জয়ের সমান সুযোগ রয়েছে।”
প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ে বাংলাদেশ শিরোপা জিতলেও অনূর্ধ্ব-১৭ পর্যায়ে এখন পর্যন্ত সে সাফল্য আসে নি। গত আসরে ভারতের কাছে ২-০ গোলে হারায় রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার প্রতিশোধ নিতে ফয়সাল ও তার সতীর্থরা দৃঢ়প্রত্যয়ী।