তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সাড়ে ১১টায় রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমার সঞ্চালনায় এবং সভাপতি খলিলুর রহমান শেখের সভাপতিত্বে রাজস্থলী উপজেলা মডেল মসজিদের হলরুমে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
এই সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, যুগ্ম সম্পাদক মোঃ লোকমান হোসেন, সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, সহসাংগঠনিক মোরশেদ আলম, সহদপ্তর সম্পাদক মোঃ নাসের খান, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহিদুল আলম, রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া, সহসভাপতি চথোয়াইপ্রু মারমা, যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলনসহ রাজস্থলী উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
এসময় দলের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের অভ্যন্তরে যাতে কোন ধরণের অপ্রীতিকর এবং কোন্দল সৃষ্টি না হয় সেজন্য সকলকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হয়ে ভোটের রাজনীতিতে যেনো এগিয়ে থাকা যায় সেজন্য দৃঢ়ভাবে কাজ করতে হবে। উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে যেনো নেতাকর্মীর পদচারণা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরিশেষে বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে।