অস্কারে যাচ্ছে লিসা গাজীর সিনেমা ‘বাড়ির নাম শাহানা’

বিনোদন ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
অস্কারে যাচ্ছে লিসা গাজীর সিনেমা ‘বাড়ির নাম শাহানা’

বাংলাদেশ থেকে এ বছরের অস্কারে যাচ্ছে নির্মাতা লিসা গাজী পরিচালিত সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। শনিবার সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এ ঘোষণা দেয়।

চলতি মাসের শুরুর দিকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান করা হয়। ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ তারিখ। নির্ধারিত সময়ে পাঁচটি সিনেমা জমা পড়ে—‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। এর মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে লিসা গাজীর সিনেমা।

মনোনীত হওয়ার পর ছবির অন্যতম প্রযোজক আরিফুর রহমান বলেন, তার টিমের সঙ্গে কাজের বাইরেও পারিবারিক সম্পর্ক রয়েছে। শুরু থেকেই তিনি তাদের বিশ্বাস করেছিলেন। আজকের ঘোষণার মাধ্যমে সেই বিশ্বাসের মর্যাদা রক্ষিত হয়েছে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’-তে দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড। আগে তথ্যচিত্র নির্মাণ করলেও এটি লিসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নিজের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন তিনি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্কারে যাচ্ছে লিসা গাজীর সিনেমা ‘বাড়ির নাম শাহানা’

অস্কারে যাচ্ছে লিসা গাজীর সিনেমা ‘বাড়ির নাম শাহানা’

বাংলাদেশ থেকে এ বছরের অস্কারে যাচ্ছে নির্মাতা লিসা গাজী পরিচালিত সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। শনিবার সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এ ঘোষণা দেয়।

চলতি মাসের শুরুর দিকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান করা হয়। ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ তারিখ। নির্ধারিত সময়ে পাঁচটি সিনেমা জমা পড়ে—‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। এর মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে লিসা গাজীর সিনেমা।

মনোনীত হওয়ার পর ছবির অন্যতম প্রযোজক আরিফুর রহমান বলেন, তার টিমের সঙ্গে কাজের বাইরেও পারিবারিক সম্পর্ক রয়েছে। শুরু থেকেই তিনি তাদের বিশ্বাস করেছিলেন। আজকের ঘোষণার মাধ্যমে সেই বিশ্বাসের মর্যাদা রক্ষিত হয়েছে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’-তে দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড। আগে তথ্যচিত্র নির্মাণ করলেও এটি লিসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নিজের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন তিনি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত