প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন, বর্তমান সরকার নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থা রাখে এবং কমিশন তার সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত “নির্বাচন কর্মকর্তা সম্মেলন–২০২৫” এ তিনি বলেন, কমিশন বহু দৃশ্যমান ও অদৃশ্য বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছে। কর্মকর্তাদের প্রতি তিনি কোনো দলের পক্ষ নিয়ে কাজ না করার স্পষ্ট নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন, কমিশন থেকে বেআইনি কোনো নির্দেশনা আসবে না।
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দেশের নির্বাচনী ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক মান নিশ্চিত করা এবারের নির্বাচনের অপরিহার্য শর্ত।’
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার উল্লেখ করেন, ১০ মাস ১০ দিনে কমিশন প্রমাণ করেছে যে তার মেরুদণ্ড দৃঢ় এবং পক্ষপাতহীনভাবে কাজ করছে।
নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের ওপর একটি আমানত, যা ইহকালে ও পরকালে উভয়ই দায়বদ্ধতা তৈরি করে। তিনি বলেন, ভালো নির্বাচন করার কোনো বিকল্প নেই।
সম্মেলনে কমিশনের কর্মকর্তারা ভোটে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং কমিশনের কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেন।