ফেনীতে ‘পিএনএফ’ নামের একটি কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার (১৪ মে) রাতে শহরের রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- পিএনএফ- এর প্রধান কুমিল্লার চৌদ্দগ্রামের শাকতলা বেপারী বাড়ির মো. ফজলুর রহমানের ছেলে মো. তাজুল ইসলাম রিয়াজ (২৮), হবিগঞ্জের বানিয়াচং কুমড়ী নজিরপুরের মো. ইসমাইলের ছেলে মো. কামাল হোসেন (২০), কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতীর হারুনের ছেলে মো. ইমন (১৯), নোয়াখালী সদরের উদয় সাধুর হাটের বাহার মিয়ার ছেলে মো. বেলাল হোসেন সুমন (২০) ও কবিরহাটের কালামুন্সির মো. নবাব মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম বাবু (২০)। এদের মধ্যে রিয়াজের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে একটি মামলা ও কামালের বিরুদ্ধে চুরির মামলা রয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাদেকুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের শরীরে তল্লাশি করে দুটি ধারালো স্টিলের ছুরি জব্দ হয়। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ আলামতসহ গ্রেপ্তারকৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতি মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।