“স্মার্ট বাংলাদেশ বিনির্মানে খাবার খাবো পুষ্টিগুনে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজস্থলীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১ টার সময় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে কমপ্লেক্সের হল রুমে সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন সম্পন্ন হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহর সঞ্চালনায় এবং রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ মেহেদী হাসান, রাজস্থলী সরকারী কলেজের প্রভাষক জয়শ্রী চক্রবর্তী, রাজস্থলী গ্রীন হিলের ক্লিনিক ম্যানেজার চিংকোওয়াই প্রু মারমা, সাংবাদিক হাবীবুল্লাহ মিসবাহ, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি চিংনুমং মারমা, সমাজ সেবা অধিদপ্তরের আব্দুল আজিজসহ সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা পুষ্টির গুণাগুণসহ বর্তমান সমাজে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের পুষ্টিহীনতার বিষয়ে আলোকপাত করেন। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সব বিষয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে একটা জাতি পুষ্টিগুণে যতবেশি সমৃদ্ধ হবে ততবেশি সৃষ্টিশীল হবে। এজন্য প্রতিবছরই জাতীয় পুষ্টি সপ্তাহের আয়োজন করা হয়ে থাকে। একটা শিশু যেন অপুষ্টিতে না ভোগে সেজন্য আমাদের সকলেরই সচেতনতা অবলম্বন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলাদের পুষ্টি সমৃদ্ধ খাবার এবং গর্ভ পূর্ববর্তী এবং গর্ভ পরবর্তী সেবা নিশ্চিত করতে হবে। পুষ্টি সমৃদ্ধ একটা জাতি গঠনে সমাজের সকল শ্রেনীর মানুষকে যার যার জায়গা থেকে সচেতন হয়ে কাজ করে যেতে হবে। তবেই আমরা একটি পুষ্টি সমৃদ্ধ জাতি গঠন করতে পারবো।