যে তিন বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব জব্দই থাকছে

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
যে তিন বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব জব্দই থাকছে
ছবি: সংগৃহীত

গত ৪ মার্চ আয়কর আইনের বিধান অনুসারে বকেয়া পরিশোধের জন্য বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর নোটিশ (চিঠি) দেয় এনবিআর। বকেয়া আয়কর না দেওয়ার অভিযোগ তুলে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব জব্দ করে দেওয়া হয়। এরপর এর বিরুদ্ধে বেসরকারি তিন বিশ্ববিদ্যালয়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাদের ব্যাংক হিসাব জব্দই থাকছে এবং তাদের কাছ থেকে বকেয়া আয়কর আদায় করা যাবে।

বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

ওই বিশ্ববিদ্যালয়গুলো হলো- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, দ্য ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটি।

আদালতে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, মুরাদ রেজা ও আইনজীবী ওমর সাদাত শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘আপিল বিভাগের রায়ের পর বকেয়া আয়কর আদায়ের জন্য কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সিদ্ধান্ত স্থগিত চেয়ে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আবেদন করে। চেম্বার জজ আদালত এ বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়ে আবেদনগুলো নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।’

তিনি বলেন, ‘এরই মধ্যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। এ অবস্থায় বকেয়া আয়কর দাবি করে ব্যাংক হিসাব জব্দের বিরুদ্ধে ওই তিনটি বিশ্ববিদ্যালয়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাদের ব্যাংক হিসাব জব্দই থাকছে এবং তাদের কাছ থেকে বকেয়া আয়কর আদায় করা যাবে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

যে তিন বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব জব্দই থাকছে

যে তিন বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব জব্দই থাকছে
ছবি: সংগৃহীত

গত ৪ মার্চ আয়কর আইনের বিধান অনুসারে বকেয়া পরিশোধের জন্য বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর নোটিশ (চিঠি) দেয় এনবিআর। বকেয়া আয়কর না দেওয়ার অভিযোগ তুলে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব জব্দ করে দেওয়া হয়। এরপর এর বিরুদ্ধে বেসরকারি তিন বিশ্ববিদ্যালয়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাদের ব্যাংক হিসাব জব্দই থাকছে এবং তাদের কাছ থেকে বকেয়া আয়কর আদায় করা যাবে।

বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

ওই বিশ্ববিদ্যালয়গুলো হলো- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, দ্য ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটি।

আদালতে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, মুরাদ রেজা ও আইনজীবী ওমর সাদাত শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘আপিল বিভাগের রায়ের পর বকেয়া আয়কর আদায়ের জন্য কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সিদ্ধান্ত স্থগিত চেয়ে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আবেদন করে। চেম্বার জজ আদালত এ বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়ে আবেদনগুলো নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।’

তিনি বলেন, ‘এরই মধ্যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। এ অবস্থায় বকেয়া আয়কর দাবি করে ব্যাংক হিসাব জব্দের বিরুদ্ধে ওই তিনটি বিশ্ববিদ্যালয়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাদের ব্যাংক হিসাব জব্দই থাকছে এবং তাদের কাছ থেকে বকেয়া আয়কর আদায় করা যাবে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত