হোটেলের বিছানার চাদর-বালিশ সাদা হয় কেন?

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
হোটেলের বিছানার চাদর-বালিশ সাদা হয় কেন?
প্রতীকী ছবি/সংগৃহীত

বেড়াতে গিয়ে হোটেলের রুমে প্রবেশ করে সবারই প্রথমে নজরে আসে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি। বিছানায় পাতা চাদর, তোয়ালে কিংবা বালিশের কভার পরিষ্কার আছে কি-না সেটি দেখে নেন প্রত্যেকেই। এক্ষেত্রে প্রায় সব হোটেলেই একটি সাদৃশ্য দেখা যায়। সেটি হলো-হোটেলের বিছানায় পাতা চাদর, বালিশের কভার কিংবা তোয়ালের রং সাদা।

কিন্ত কেন এমন হয়? সাদা রংয়ের কাপড়ে তো দ্রুত ময়লা লেগে যায়। সাদা কাপড়ের দাগও সহজ উঠতেও চায় না। অন্যদিকে, রঙিন কাপড় পরিষ্কার করা সহজ। তারপরও হোটেল কর্তৃপক্ষ কেন সাদা রং বেছে নেন?

সংশ্লিষ্টরা বলছেন, হোটেলের ঘরের বিছানায় সাদা চাদর পাতার একাধিক কারণ রয়েছে। প্রথমত, সাদা রং পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধতার প্রতীক। তাছাড়া সাদা রং হোটেলে আসা অতিথিদের মনে ইতিবাচক মনোভাব প্রভাব ফেলতেও সাহায্য করে।

দ্বিতীয়ত, সাদা রংয়ের জিনিসে নোংরা বা দাগ লাগলে সহজে চোখে পড়ে। তাই দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা করা যায়। রঙিন চাদর, বালিশের খোল বা তোয়ালেতে দাগ লাগলে চট করে তা চোখে পড়ে না।

সাদা রংয়ের বিছানা বালিশের আরেকটি কারণ হলো হোটেলের রুমগুলোকে আরও উজ্জ্বল দেখানো। সাদা রংয়ে আলোর প্রতিফলন সবচেয়ে বেশি হয়। তাই ঘরের আসল মাপের চেয়ে তা একটু হলেও বড় দেখায়। এসব কারণ থেকেই হোটেলে সাদা রংয়ের কাপড় ব্যবহারের প্রচলন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

হোটেলের বিছানার চাদর-বালিশ সাদা হয় কেন?

হোটেলের বিছানার চাদর-বালিশ সাদা হয় কেন?
প্রতীকী ছবি/সংগৃহীত

বেড়াতে গিয়ে হোটেলের রুমে প্রবেশ করে সবারই প্রথমে নজরে আসে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি। বিছানায় পাতা চাদর, তোয়ালে কিংবা বালিশের কভার পরিষ্কার আছে কি-না সেটি দেখে নেন প্রত্যেকেই। এক্ষেত্রে প্রায় সব হোটেলেই একটি সাদৃশ্য দেখা যায়। সেটি হলো-হোটেলের বিছানায় পাতা চাদর, বালিশের কভার কিংবা তোয়ালের রং সাদা।

কিন্ত কেন এমন হয়? সাদা রংয়ের কাপড়ে তো দ্রুত ময়লা লেগে যায়। সাদা কাপড়ের দাগও সহজ উঠতেও চায় না। অন্যদিকে, রঙিন কাপড় পরিষ্কার করা সহজ। তারপরও হোটেল কর্তৃপক্ষ কেন সাদা রং বেছে নেন?

সংশ্লিষ্টরা বলছেন, হোটেলের ঘরের বিছানায় সাদা চাদর পাতার একাধিক কারণ রয়েছে। প্রথমত, সাদা রং পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধতার প্রতীক। তাছাড়া সাদা রং হোটেলে আসা অতিথিদের মনে ইতিবাচক মনোভাব প্রভাব ফেলতেও সাহায্য করে।

দ্বিতীয়ত, সাদা রংয়ের জিনিসে নোংরা বা দাগ লাগলে সহজে চোখে পড়ে। তাই দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা করা যায়। রঙিন চাদর, বালিশের খোল বা তোয়ালেতে দাগ লাগলে চট করে তা চোখে পড়ে না।

সাদা রংয়ের বিছানা বালিশের আরেকটি কারণ হলো হোটেলের রুমগুলোকে আরও উজ্জ্বল দেখানো। সাদা রংয়ে আলোর প্রতিফলন সবচেয়ে বেশি হয়। তাই ঘরের আসল মাপের চেয়ে তা একটু হলেও বড় দেখায়। এসব কারণ থেকেই হোটেলে সাদা রংয়ের কাপড় ব্যবহারের প্রচলন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত