বালুর ট্রাকে বিদেশি মদের চালান, গ্রেফতার ৩

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
বালুর ট্রাকে বিদেশি মদের চালান, গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে বালুর ট্রাকে করে বিদেশি মদ পরিবহণের সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১০৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের মূল্য ৪ লাখ টাকা।

গ্রেফতাররা হলেন- পানছড়ির উপজেলার মো. জামাল হোসেন, মো. আবু সিদ্দিক ও মো. মোবারক হোসেন।

শনিবার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, শুক্রবার রাতে ভারতের সীমান্তবর্তী উপজেলা পানছড়ি থেকে বালু বোঝাই ট্রাকে করে ৪ কার্টুন বিদেশি মদ জেলা সদরে পাচার করছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদরের অনন্ত মাস্টারপাড়া থেকে ১০৮ বোতল বিদেশি মদসহ ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে শুক্রবার রাতেই খাগড়াছড়ি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। গ্রেফতারদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বালুর ট্রাকে বিদেশি মদের চালান, গ্রেফতার ৩

বালুর ট্রাকে বিদেশি মদের চালান, গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে বালুর ট্রাকে করে বিদেশি মদ পরিবহণের সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১০৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের মূল্য ৪ লাখ টাকা।

গ্রেফতাররা হলেন- পানছড়ির উপজেলার মো. জামাল হোসেন, মো. আবু সিদ্দিক ও মো. মোবারক হোসেন।

শনিবার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, শুক্রবার রাতে ভারতের সীমান্তবর্তী উপজেলা পানছড়ি থেকে বালু বোঝাই ট্রাকে করে ৪ কার্টুন বিদেশি মদ জেলা সদরে পাচার করছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদরের অনন্ত মাস্টারপাড়া থেকে ১০৮ বোতল বিদেশি মদসহ ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে শুক্রবার রাতেই খাগড়াছড়ি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। গ্রেফতারদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত