রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চতুর্থ মেধাতালিকা প্রকাশিত হয়েছে। বুধবার সকালে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক প্রফেসর ড. সাহেদ জামান এ তথ্য জানান।
ড. সাহেদ জামান বলেন, নির্বাচিত প্রার্থীদের আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বরের মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করতে হবে। সে ক্ষেত্রে কাগজপত্র যাচাইয়ের বাছাইয়ের জন্য বিজ্ঞান অনুষদের কুদরত এ খুদা একাডেমিক ভবনের কনফারেন্স রুমে (কক্ষ নম্বর ৪০১) উপস্থিত হতে বলা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিএসসি/বি-ফার্ম/বিএসসি এজিডিভিএম/বিএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে শূন্য আসনের ভিত্তিতে চতুর্থ মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে।
এতে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে সি-ইউনিটে তাদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং সি-ইউনিটের অন্য কোনো বিভাগেও ভর্তির সুযোগ থাকবে না। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এর সমান্তরালে চলবে এবং এর জন্য পৃথক নোটিশ দেওয়া হলো।
উল্লেখ্য, পরবর্তীতে আসন শূন্য হওয়া সাপেক্ষে শুধু ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিভাগ পছন্দের ক্রম অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে। এ জন্য প্রার্র্থীকে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না,তারা নোটিশের মাধ্যমে জানতে পারবে।