ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তামিলনাড়ুর কারুর জেলার ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) আয়োজিত ‘ভেলিচাম ভেলিয়েরু’ শীর্ষক জনসভায় এ দুর্ঘটনা ঘটে।
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে লিখেছেন— “আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে ভুগছি। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে রয়েছেন ১৩ জন পুরুষ, ১৭ জন নারী, ৪ জন ছেলে ও ৫ জন মেয়ে। এছাড়া আহতদের মধ্যে ২৬ জন পুরুষ ও ২৫ জন নারী চিকিৎসাধীন। তিনি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন এবং বিচার বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পুলিশের অনুমতি ছিল সর্বোচ্চ ৩০ হাজার মানুষের জন্য। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন প্রায় দ্বিগুণ সমাবেশকারী। প্রবেশপথে মারাত্মক জট সৃষ্টি হয়, ভেঙে পড়ে মঞ্চ ঘিরে থাকা ব্যারিকেড। শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ভিড়ের চাপে দমবন্ধ হয়ে বহু মানুষ প্রাণ হারান। এক পর্যায়ে থালাপতি বিজয় নিজেই বক্তব্য থামিয়ে অসুস্থদের পানি দেন এবং নিখোঁজ শিশুদের খুঁজে বের করতে আহ্বান জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।
সম্প্রতি অভিনয়জগৎ থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। মুক্তির অপেক্ষায় থাকা ‘জন নায়ক’ সিনেমাটিই হবে তাঁর শেষ ছবি। জানা গেছে, এটি তাঁর ৬৯তম সিনেমা, যেখানে তাকে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে। বিজয় ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এবং এ লক্ষ্যে গঠন করেছেন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)।