রাঙ্গামাটির লংগদু উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জুন) বিকালে লংগদু উপজেলার আটারকছড়ায় এক গৃহবধু এবং ভাসান্যাদম এলাকায় কাপ্তাই হ্রদে বোটের উপর বজ্রপাতে ৪ জন নিহত হয়। এই ঘটনায় ৩ জনের লাশ পাওয়া গেলেও বোট চালক আক্কাস আলী এখনো পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি।
নিহতরা হলেন, রিনা বেগম (৩৫), জিয়াউল হক (৫০), আক্কাস আলী (৪৫), ওবায়দুল্লাহ (৩০),বাচ্চু মিয়া (৩০)।
বোট চালক আক্কস আলীর লাশ এখনো নিখোঁজ রয়েছে।
স্থানীয় জানা যায়, শনিবার হাটের কাজ শেষে বাড়ি ফেরার পথে লংগদু উপজেলার মিনা বাজার নামক স্থানে ইঞ্জিন চালিত বোটে বজ্রপাতে ঘটনাস্থলে বোট চালকসহ এই চারজন নিহত হয়। চারজনই ভাসান্যদম ইউনিয়নের ভাসান্যাদম এলাকার বাসিন্দা।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মাইনী বাজার থেকে ভামান্যদম নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাত হলে বোটের উপরে থাকা বোট চালক সহ ৪ জন নিহত হয় এবং আটারকছাড়া এলাকায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে দুটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।
লংগদু উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু জানান, শনিবার হাট বাজার দিন শেষে ইঞ্জিন চালিত বোটে করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ৪জন নিহত হয়। খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। বোট চালকের লাশ উদ্ধারে চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন থেকে প্রযোজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানান তিনি।