ইউক্রেনের শিশুদের অপহরণ করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ইউক্রেনের শিশুদের অপহরণ করছে রাশিয়া
ছবি: সংগৃহীত

ইউক্রেনীয় শিশুদের অপহরণ করে নিয়ে যাচ্ছে রাশিয়া। এ ঘটনাকে দেশের ভবিষ্যত চুরির প্রচেষ্টা আখ্যা দিয়ে শিশুদের দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রচারকারীরা।

ইউক্রেন জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ২০ হাজার শিশুকে পরিবার বা অভিভাবকদের সম্মতি ছাড়াই রাশিয়া বা রাশিয়া-অধিকৃত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে।

তবে মস্কো বলেছে যে তারা যুদ্ধক্ষেত্র থেকে দুর্বল শিশুদের রক্ষা করেছে।

ইউক্রেনীয় দাতব্য সংস্থা সেভ ইউক্রেনের প্রতিষ্ঠাতা মাইকোলা কুলেবা বলেন, ‘রাশিয়া আমাদের ভবিষ্যত চুরি করছে। তাদের কৌশলের ভিত্তি প্রতারণা, শিশুদের প্ররোচিত করা এবং ইউক্রেনীয় জাতির গণহত্যার উপর ভিত্তি করে।’

তিনি জানান, আট বছর বয়সী একটি মেয়েকে অপহরণের পর একটি রাশিয়ান ক্যাম্পে পাঠানো হয়েছিল। তার ইউক্রেনীয় পরিচয় মুছে ফেলার প্রক্রিয়া চালিয়েছিল রুশরা।

কুলেবা বলেন, ‘শিশুদের ইউক্রেনীয় ভাষায় কথা বলা বা ইউক্রেনের কোনো প্রতীক প্রদর্শন করা নিষিদ্ধ। শিশুরা রাশিয়ান সঙ্গীত না গাইলে তাদের কঠোর শাস্তি দেওয়া হয়।’

শিশুদের নাম এবং জন্ম তারিখও রাশিয়ান কর্তৃপক্ষ নিয়মিতভাবে পরিবর্তন করে থাকে বলে অভিযোগ করেন তিনি।

সেভ ইউক্রেন ৮৮ জন এতিমসহ ৩৭৩ শিশুকে ফিরিয়ে এনেছে। অনেক প্রত্যাবর্তনকারীর মধ্যে মানসিক আঘাতের লক্ষণ দেখা গেছে বলে জানান কুলেবা।

তিনি অপহৃত শিশুদের সম্পর্কে তথ্য সংগ্রহ এবং তাদের দেশে ফিরিয়ে আনার জন্য একটি আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইউক্রেনের শিশুদের অপহরণ করছে রাশিয়া

ইউক্রেনের শিশুদের অপহরণ করছে রাশিয়া
ছবি: সংগৃহীত

ইউক্রেনীয় শিশুদের অপহরণ করে নিয়ে যাচ্ছে রাশিয়া। এ ঘটনাকে দেশের ভবিষ্যত চুরির প্রচেষ্টা আখ্যা দিয়ে শিশুদের দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রচারকারীরা।

ইউক্রেন জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ২০ হাজার শিশুকে পরিবার বা অভিভাবকদের সম্মতি ছাড়াই রাশিয়া বা রাশিয়া-অধিকৃত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে।

তবে মস্কো বলেছে যে তারা যুদ্ধক্ষেত্র থেকে দুর্বল শিশুদের রক্ষা করেছে।

ইউক্রেনীয় দাতব্য সংস্থা সেভ ইউক্রেনের প্রতিষ্ঠাতা মাইকোলা কুলেবা বলেন, ‘রাশিয়া আমাদের ভবিষ্যত চুরি করছে। তাদের কৌশলের ভিত্তি প্রতারণা, শিশুদের প্ররোচিত করা এবং ইউক্রেনীয় জাতির গণহত্যার উপর ভিত্তি করে।’

তিনি জানান, আট বছর বয়সী একটি মেয়েকে অপহরণের পর একটি রাশিয়ান ক্যাম্পে পাঠানো হয়েছিল। তার ইউক্রেনীয় পরিচয় মুছে ফেলার প্রক্রিয়া চালিয়েছিল রুশরা।

কুলেবা বলেন, ‘শিশুদের ইউক্রেনীয় ভাষায় কথা বলা বা ইউক্রেনের কোনো প্রতীক প্রদর্শন করা নিষিদ্ধ। শিশুরা রাশিয়ান সঙ্গীত না গাইলে তাদের কঠোর শাস্তি দেওয়া হয়।’

শিশুদের নাম এবং জন্ম তারিখও রাশিয়ান কর্তৃপক্ষ নিয়মিতভাবে পরিবর্তন করে থাকে বলে অভিযোগ করেন তিনি।

সেভ ইউক্রেন ৮৮ জন এতিমসহ ৩৭৩ শিশুকে ফিরিয়ে এনেছে। অনেক প্রত্যাবর্তনকারীর মধ্যে মানসিক আঘাতের লক্ষণ দেখা গেছে বলে জানান কুলেবা।

তিনি অপহৃত শিশুদের সম্পর্কে তথ্য সংগ্রহ এবং তাদের দেশে ফিরিয়ে আনার জন্য একটি আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত