মোদির সঙ্গে শরিকদের বিরোধে শিগগির সরকার পতন হবে: রাহুল

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
মোদির সঙ্গে শরিকদের বিরোধে শিগগির সরকার পতন হবে: রাহুল
নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

এনডিএর লোকজন তার সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন খুব শিগগিরই শরিক দলগুলোর সঙ্গে নরেন্দ্র মোদি সরকারের বিরোধের সূত্রপাত হবে আর ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পতনও হবে।

সম্প্রতি নির্বাচন এবং এনডিএ সরকার নিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার নিয়ে করেন বিষ্ফোরক মন্তব্য তিনি। তবে, এনডিএ জোটের কে কে কংগ্রেসের সাথে যোগাযোগ করেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

ভারতে এবার ১৮তম লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারের মতো শরিকদের ওপর নির্ভর করে সরকার গঠন করতে হয়েছে তাকে।

ওই সাক্ষাতকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাহুল বলেছেন, পতন হতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের। কারণ, মোদি সরকার একটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। তাই খুব ছোট একটা সমস্যা হলেই সরকার পড়ে যেতে পারে। বিশেষ করে যদি কোনো একটা শরিক দল মুখ ফিরিয়ে নেয়। এক্ষেত্রে তৃতীয় মেয়াদের মোদিকে টিকে থাওকে বেশ সংগ্রাম করতে হবে।

সাক্ষাৎকারে রাহুল দাবি করেন, লোকসভা ভোটের অপ্রত্যাশিত ফলাফলের পর ভারতের রাজনৈতিক পরিমণ্ডল একটি টেকটোনিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এর ফলে প্রধানমন্ত্রী মোদির সরকার টিকে থাকার জন্য সংগ্রাম করবে। কারণ, কোনো একটি দল এপাশ থেকে ওপাশে গেলেই সরকার পড়ে যেতে পারে।

রাহুল আরও বলেন, ‘এবারের ভোটে জনগণ বিজেপির বিভাজন নীতির বিরুদ্ধে রায় দিয়েছে।’

প্রসঙ্গত, দেড় মাসের বেশি সময় ধরে সাত দফায় ভোটগ্রহণের পর গত ৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিকদের হাত ধরে এবার জোট সরকার গঠন করতে হচ্ছে মোদিকে। এবারের নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসনে জয় পেয়েছে। আর জোটগতভাবে এনডিএ পেয়েছে ২৯২টি আসন। অন্যদিকে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯টি আসন। আর জোটগতভাবে ইন্ডিয়া পেয়েছে ২৩২টি আসন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মোদির সঙ্গে শরিকদের বিরোধে শিগগির সরকার পতন হবে: রাহুল

মোদির সঙ্গে শরিকদের বিরোধে শিগগির সরকার পতন হবে: রাহুল
নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

এনডিএর লোকজন তার সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন খুব শিগগিরই শরিক দলগুলোর সঙ্গে নরেন্দ্র মোদি সরকারের বিরোধের সূত্রপাত হবে আর ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পতনও হবে।

সম্প্রতি নির্বাচন এবং এনডিএ সরকার নিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার নিয়ে করেন বিষ্ফোরক মন্তব্য তিনি। তবে, এনডিএ জোটের কে কে কংগ্রেসের সাথে যোগাযোগ করেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

ভারতে এবার ১৮তম লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারের মতো শরিকদের ওপর নির্ভর করে সরকার গঠন করতে হয়েছে তাকে।

ওই সাক্ষাতকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাহুল বলেছেন, পতন হতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের। কারণ, মোদি সরকার একটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। তাই খুব ছোট একটা সমস্যা হলেই সরকার পড়ে যেতে পারে। বিশেষ করে যদি কোনো একটা শরিক দল মুখ ফিরিয়ে নেয়। এক্ষেত্রে তৃতীয় মেয়াদের মোদিকে টিকে থাওকে বেশ সংগ্রাম করতে হবে।

সাক্ষাৎকারে রাহুল দাবি করেন, লোকসভা ভোটের অপ্রত্যাশিত ফলাফলের পর ভারতের রাজনৈতিক পরিমণ্ডল একটি টেকটোনিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এর ফলে প্রধানমন্ত্রী মোদির সরকার টিকে থাকার জন্য সংগ্রাম করবে। কারণ, কোনো একটি দল এপাশ থেকে ওপাশে গেলেই সরকার পড়ে যেতে পারে।

রাহুল আরও বলেন, ‘এবারের ভোটে জনগণ বিজেপির বিভাজন নীতির বিরুদ্ধে রায় দিয়েছে।’

প্রসঙ্গত, দেড় মাসের বেশি সময় ধরে সাত দফায় ভোটগ্রহণের পর গত ৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিকদের হাত ধরে এবার জোট সরকার গঠন করতে হচ্ছে মোদিকে। এবারের নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসনে জয় পেয়েছে। আর জোটগতভাবে এনডিএ পেয়েছে ২৯২টি আসন। অন্যদিকে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯টি আসন। আর জোটগতভাবে ইন্ডিয়া পেয়েছে ২৩২টি আসন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত