নড়াইলের কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নিঝুম সরদার (২৭) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নিঝুম সরদার পেড়লী গ্রামের আলমাস সরদারের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩জুন) রাত সাড়ে ১১টার কালিয়া থানার এসআই মোঃ আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পেড়লী ইউনিয়নের শীতলবাটি গ্রামের আলমাস সরদারের বাড়িতে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ নিঝুম সরদার কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম উদ্দিন বলেন,এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামি কে আদালতে সোপর্দ করা হয়েছে।