পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২ আগস্ট) খাগড়াছড়ি জেলা শহরের কদমতলী কমিউনিটি সেন্টারে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পার্বত্য প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, কিছু কুচক্রী গোষ্ঠী বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল প্রকাশ্যে কোটা আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলন হিসেবে চালিয়ে যাচ্ছে। বিক্ষোভের নামে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ও যানবাহন চলাচলে বাধা দেওয়া অবৈধ ও দণ্ডনীয় অপরাধ।
তিনি বলেন, পার্বত্যবাসী শান্তি ও উন্নয়নে বিশ্বাসী। এতে কেউ বাধা দিলে রেহাই দেওয়া হবে না।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট মো. নাছির উদ্দিন, সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোং মারমা, আইনবিষয়ক সম্পাদক রতন কুমার দে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দিদারুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ূন মোরশেদ খাঁন, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনা আক্তার, রামগড় উপজেলা সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, দীঘিনালা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎবরণ চাকমা প্রমুখ।