রাজধানীর গুলশানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মারাত্নকভাবে আহত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার স্ত্রী সামা রহমান সিনহা। বর্তমানে আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৯ ফেব্রুয়ারি) অগ্নিকাণ্ডের ঘটনায় সামা রহমানসহ দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য ১৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘শেখ হাসিনা বার্নের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়ালকে প্রধান করে আহত চিকিৎসার জন্য ১৮ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে আমিও রয়েছি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি ও থোরাসিক সার্জারির চিকিৎসকরাও রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘সামা রহমান ওপর থেকে নিচে পড়ায় তার শরীরে বিভিন্ন আঘাত রয়েছে। এখানে আসা আরও দুইজন ধোঁয়ায় অসুস্থ হয়েছেন।’