আমাকে স্যার বলারও দরকার নেই: তথ্য উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
আমাকে স্যার বলারও দরকার নেই: তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমাকে স্যার ভাবার দরকার নেই, স্যার বলারও দরকার নেই। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমার ছবি যত কম প্রচার করা যায় তত ভালো।

রবিবার (১৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দফতর প্রধানের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের স্বাধীনতা এবং অবাধ তথ্য প্রবাহের জন্য কিছু আইনের পরিবর্তন করতে হতে পারে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘সেগুলো দ্রুত করা হবে। স্বাধীন গণমাধ্যমের জন্য যা যা করা প্রয়োজন সবার সঙ্গে আলোচনা করে তা করবো।’

নাহিদ ইসলাম বলেন, ‘পুরো কাঠামোগত একটা সংস্কার করতে চাই। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, সেটা নিশ্চিত করবো। এ জন্য কয়েকটি আইন রয়েছে, সেগুলোর সংস্কার করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাগর-রুনি হত্যা মামলার বিচার নিয়ে প্রহসন হয়েছে। যত দ্রুত সম্ভব এ মামলার বিচার হবে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘গণমাধ্যমকে দলীয়করণ করা যাবে না। সাংবাদিকদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আমাকে স্যার বলারও দরকার নেই: তথ্য উপদেষ্টা

আমাকে স্যার বলারও দরকার নেই: তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমাকে স্যার ভাবার দরকার নেই, স্যার বলারও দরকার নেই। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমার ছবি যত কম প্রচার করা যায় তত ভালো।

রবিবার (১৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দফতর প্রধানের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের স্বাধীনতা এবং অবাধ তথ্য প্রবাহের জন্য কিছু আইনের পরিবর্তন করতে হতে পারে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘সেগুলো দ্রুত করা হবে। স্বাধীন গণমাধ্যমের জন্য যা যা করা প্রয়োজন সবার সঙ্গে আলোচনা করে তা করবো।’

নাহিদ ইসলাম বলেন, ‘পুরো কাঠামোগত একটা সংস্কার করতে চাই। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, সেটা নিশ্চিত করবো। এ জন্য কয়েকটি আইন রয়েছে, সেগুলোর সংস্কার করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাগর-রুনি হত্যা মামলার বিচার নিয়ে প্রহসন হয়েছে। যত দ্রুত সম্ভব এ মামলার বিচার হবে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘গণমাধ্যমকে দলীয়করণ করা যাবে না। সাংবাদিকদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত